রাজধানীর উত্তরায় ৪ টাকার ওষুধ বিক্রি হয় ১০০ টাকায়
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার অভিজাত এলাকা উত্তরায় স্বনামধন্য হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট না করেই দেওয়া হয় Microbiological/Culture টেস্ট রিপোর্ট। Blank test report এ করা হয় অগ্রীম স্বাক্ষর।
৩৪.৫ টাকার পেথেডিন বিক্রি করে৩৫০ টাকায়। ৪ টাকার ওষুধ বিক্রি করে ১০০ টাকায়। ল্যাব এবং অপারেশন থিয়েটারে যথাক্রমে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্টএবং র্সাজিকেল সামগ্রী।
এইচ আইভি,ম্যালেরিয়া সহ বাধ্যতামূলক ৫ টি টেস্ট না করেই করছে লাইসেন্স ছাড়া রক্ত পরিসঞ্চালন।
এসব কারণে গতকাল (২৯জুলাই) উত্তরার ক্রিসেণ্ট হাসপাতালকে ১৭ লাখ, লুবনা হাসপাতালকে ২০ লাখ এবং আরএমসি হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা করে র্যাব-১।
স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত হয় ভ্রাম্যমান আদালত। অভিযান চলে দুপুর দেড়টা টা থেকে রাত১১ পর্যন্ত। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ অভিযান পরিচালনা করেন।