রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খানের মৃত্যু

বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান আর নেই। তার বয়স হয়েছিল ৮২ বছর।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শুক্রবার এ রাজনৈতিক তাত্ত্বিকের মৃত্যু হয়।
ব্যক্তিগত সহকারী মোহাম্মদ রাসেল জানান, দুপুর সোয়া দুইটার দিকে ঢামেক হাসপাতালে মৃত্যু হয় সিরাজুল আলম খানের। বৃহস্পতিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।
তিনি জানান, সিরাজুল আলম খানকে ২০ মে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে নেয়া হয় আইসিইউতে।
এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও সিরাজুল আলম খানের ঘনিষ্ঠ শরীফ নুরুল আম্বিয়া নিউজবাংলাকে বলেন, ‘সিরাজুল আলম দাদা ভাইয়ের পরিবার নিশ্চিত করেছে যে, তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।’
সিরাজুল আলম খানের ঘনিষ্ঠ ইয়াসমিন ইতি রাজনৈতিক তাত্ত্বিকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়ে ক্যাপশনে লিখেন, ‘আমার বাপি দাদা সিরাজুল আলম খান আর নেই। আমি খুব খারাপ একটা মেয়ে যে বাবার এই সময়ে পাশে থাকতে পারল না।সূত্রঃ নিউজবাংলা