রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস
শহিদুল ইসলাম, বরিশালঃ জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্ঠা ও বরিশাল মহানগর জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস বলেছেন, দেশে এখন সংকটময় পরিস্থিতি বিরাজ করছে, আওয়ামীলীগের জুলুমের হাত থেকে মানুষ মুক্ত হলেও একটি মহল বিভিন্ন গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সহিসতা সৃষ্টির পায়তার করছে, বরিশাল জাতীয় পার্টির নেতাকর্মীদের এসব অন্যায় অপপ্রচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জানিয়ে অন্তর্বতীকালীন সরকারের রাস্ট্র সংস্কার কাজে প্রশাসনকে সহায়তা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।
আজ ১৬ আগস্ট শুক্রবার নগরীর সদর রোডস্থ কীর্তনখোলা মিলনায়তনে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
এসময় জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বরিশাল মহানগর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ্যাড এম এ জলিল, মহানগনর জাতীয় পাটির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, রুস্তম আলী খান, আকতার রহমান সপ্রু, জেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক মনজুরুল আলম খোকন, নজরুল ইসলাম হেমায়েত, নজরুল ইসলাম, কামরুজ্জামান চৌধুরী কামাল, জাপা নেতা তালুকদার মোর্শেদ ফোরকান,জাতীয় যুব সংহতি আহবায়ক মোঃনজরুল ইসলাম হেমায়েত; মহানগর জাতীয় যুব সংহতি আহবায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম, জাতীয় শ্রমিক পার্টি বরিশাল মহানগরের সভাপতি আবদুস সোবাহান প্রমুখ।