রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস
সোহেল আহমেদঃ রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি আর অন্য কাউকেও দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্ঠা ও বরিশাল মহানগর জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। আজ ১৬ আগস্ট শুক্রবার নিজের ফেসবুকে এক স্টাটাসের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে দৈনিক বরিশাল২৪.কম-কে বলেন, আমি আজ ঢাকা ছেড়ে বরিশাল যাচ্ছিলাম। মাওয়া চেকপোষ্টে লাঠিসোঠা হাতে নিয়ে একদল যুবক গাড়ি তল্লাশী করছিলো। তবে তাদের উগ্রতা দেখে মনে হচ্ছে এরা ছাত্র নয়।
ইকবাল হোসেন তাপস বলেন, ছাত্ররা আমাদের দেশের সম্পদ, তাদের সততা, ন্যায়ের প্রতিষ্ঠায় ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে। নতুন সরকার গঠিত হয়েছে। দেশের ক্লান্তিলগ্নে ছাত্ররা বাজার মনিটরিং, সড়কে আই শৃংখলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত কোন কিছুই ভালো নয়।
সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন স্থানে নানা অযুহাতে মানুষ গণধোলাই এর শীকার হচ্ছে, ছাত্র পরিচয়ধারী নামক একদল যুবকদের কাছে সাধারণ মানুষ অপমান, অপদস্ত হচ্ছে যা কোনোভাবেই সমর্থন করা যায় না। এটা এখনই বন্ধ হওয়া উচিত। ছাত্রদের এখন পড়ার টেবিলে মনোযোগ দেয়ার আহবান জানান বরিশালের জনপ্রিয় এই রাজনীতিক ইকবাল হোসেন তাপস।