রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কনটেইনারে আগুন
মো:ইয়াছিন শেখ,(ঈশ্বরদী) পাবনা : ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুটি কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানির ২৯ নং অফিস নির্মাণে ওয়েল্ডিং কাজের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এ সময় অফিস ও স্টোরের দুটি কনটেইনারের মালামাল পুড়ে যায়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাতের সঙ্গে সঙ্গেই প্রকল্পের ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কিছু জানায়নি ফায়ার সার্ভিস।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী ঘটনাটি নিশ্চিত করে বলেন, দ্রুততম সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে প্রকল্প সংশ্লিষ্ট কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (সংযুক্ত রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প) আরিফুল ইসলাম বলেন, ম্যাক্সের সাব অফিসের পাওয়ার সাপ্লাই বোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
তবে তা ছড়িয়ে পড়তে পারেনি। আমাদের সবার সঠিক তৎপরাতায় তেমন কোনো ক্ষতি হয়নি।