লঞ্চে বাধ্যতামূলক এ্যারাসোল স্প্রে রাখতে হবে: আবদুল্লাহ জামান
নিজস্ব প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে লঞ্চ মালিক প্রতিনিধি, নৌ-পুলিশ ও সংশ্লিস্টদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগস্ট) সকালে চাঁদপুর নৌ-থানায় এই সভার আয়োজন করা হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি বক্তব্যে বলেন, গত ঈদুল ফিতরের ন্যয় এই ঈদেও আমরা যাত্রীদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য চেষ্টা করবো। তবে এবার প্রেক্ষাপট একটু ভিন্ন। কারণ লঞ্চে ডেঙ্গু আক্রান্ত রোগী আসবে। এ ধরনের রোগী আসলে যাতে করে সেবা পায় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। সেবার জন্য নৌ-টার্মিনালে পুলিশ ক্যাম্পের পাশাপাশি দু’টি অস্থায়ী মেডিকেল ক্যাম্প থাকবে।
তিনি আরো বলেন, লঞ্চগুলো ঘাট ত্যাগ করার পূর্বে লঞ্চের এসির পানির মধ্যে এবং প্রতিটি কেবিনে এ্যারাসোল স্প্রে করতে হবে। প্রতিটি লঞ্চে বাধ্যতামূলক এ্যারাসোল স্প্রে রাখার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।
এডিএম বলেন, লঞ্চে স্টাফের পোষাকের পাশাপাশি নিজস্ব নিরাপত্তা কর্মী কমপক্ষে দুইজন থাকতে হবে। চাঁদপুর থেকে ঈদের পরে যেন অতিরিক্ত যাত্রী না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। লঞ্চের টপ ছাদে যাত্রী উঠানো যাবে না। লঞ্চে ময়লা ফেলার ঝুড়ি রাখতে হবে এবং সেই ঝুড়ির ময়লা নদীতে ফেলা যাবে না। কারণ এতে পরিবেশ দূষোণ হয়। লঞ্চের সতর্কতামূলক বানী মাইকিং করে প্রচার কতে হবে।
তিনি আরো বলেন, কোন লঞ্চে অবৈধভাবে নৌকা দিয়ে যাত্রী উঠানো যাবেনা। রোভার স্কাউট সদস্য যারা লঞ্চঘাটে দায়িত্ব পালন করবেন, তাদের সাথে খারাপ আচরণ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ঘাটে প্রবেশের সময় যাত্রীদের টিকিট যাতে না ছিড়ে দ্বিতীয়বার ব্যবহার না করা হয়। এরপূর্বে এই বিষয়ে জরিমানা করা হয়েছে। সিএনজি চালিত অটোরিকশা লঞ্চঘাটে প্রবেশের সময় তাদের কাছ থেকে টোল আদায় করতে হবে। কারণ যাত্রী নিয়ে টোল আদায় করতে গেলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইসমাইল মিয়া, বন্দর ও পরিবহন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ কোস্টগার্ডের চীফ পোর্ট অফিসার ইছহাক আলী, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আরিফুর রহমান, সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. আলমগীর হোসেন, নৌ-থানার ওসি মো. আবু তাহের খান, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুর রহিম, নৌ-পুলিশের পুলিশ পরিদর্শ মো. হারুনুর রশিদ, লঞ্চ মালিক প্রতিনিধি মো. বিপ্লব সরকার প্রমূখ।