তাপসকে জেতাতে জাপার কেন্দ্রীয় নেতারা চষে বেড়াচ্ছেন বরিশালের মাঠ
সোহেল আহমেদঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাপা মনোনীত মেয়র পদপ্রার্থী ইকবাল হোসেন তাপস এর নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সরব উপস্থিতি দেখা গেছে। লক্ষ্য দলের মনোনীত মেয়র পদপ্রার্থীকে বিজয়ী করা। দলের সূত্রে জানা গেছে, গতো নির্বাচনের চেয়ে এবার নির্বাচনী পরিবেশ ইকবাল হোসেন তাপস এর অনুকূলে রয়েছে। কারণ হিসেবে ধোরণা করা হচ্ছে বিএনপি এবার নির্বাচনে অংশ না নেয়াতে তাঁদের নিজস্ব ভোটব্যাংকে ইতিবাচক প্রভাব পরবে বিজয়ী মেয়রপ্রার্থীর উপর। তাছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই নির্বাচনে মাথা না ঘামালেও তৃণমুল কর্মীসমর্থকরা ভোটের মাঠে সরব রয়েছেন। ইকবাল হোসেন তাপস সৎ গ্রহণযোগ্য ব্যক্তি হিসে এরই মধ্যে বরিশাল নগরের সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন বলে নাগরিকদের মাঝে ব্যপক আলোচনা চলছে।
জাপার প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য এ্যড. রেজাউল ইসলাম ভূইয়ার নেতৃত্বে কেন্দ্রীয় একটি টিম বরিশালের বিভিন্ন স্থানে পথসভা, মতবিনিময় সহ গণসংযোগে ব্যস্ত রয়েছেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ইকবাল হোসেন তাপসের মতো একজন ভালো মানুষকে পেয়েছেন। কোন ভয় নেই কেন্দ্র গুলোতে ভোট ডাকাতি করতে দেয়া হবেনা। তাপসকে পল্লীবন্ধু এরশাদের প্রতীক লঅঙ্গল মার্কায় ভোট দিয়ে তাপসকে নির্বাচিত করার আহবান জানান এই নেতা।
৭ জুন বুধবার গণসংযোগ ও পথসভায় আরও বক্তব্য প্রদান করেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির,মোস্তফা আল মাহমুদ, বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, কেন্দ্রীয় নেতা এম রহমান পারভেজ, জাহাঙ্গীর আলম, স্থানীয় নেতা নজরুল ইসলাম হেমায়েত, অধ্যাপক গিয়াস, অধ্যাপক রফিকুল ইসলাম, এডভোকেট এম এ জলিল, এম দেলোয়ার রনি, এডভোকেট বসির আহমেদ সবুজ, এডভোকেট একে এম জুবায়ের, আলামিন চিস্তি, এম এ হান্নান, মোছলেম ফরাজি, মিঠু বিশ্বাস, কামাল চৌধুরী ছাত্রনেতা বাহাদুর, জাহিদ, জনি, শুভ প্রমুখ।