শাহবাজপুরে মাস্ক সপ্তাহ পালন উপলক্ষ্যে র্যালী অনুষ্ঠিত
মোঃইবাদুর রহমান জাকির, সিলেট: করোনার দ্বিতীয় ধাপ সামলাতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করতে “মাস্ক নাই পণ্য নাই এই স্লোগান কে সামনে রেখে” মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপের ব্যবস্থাপনায় মাস্ক সপ্তাহের ২য় দিনে শাহবাজপুর বাজার মুক্তিযুদ্ধা চত্তর থেকে পশ্চিম বাজার পর্যন্ত বাজারের ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মাস্ক ব্যবহার নিশ্চিত ও মাস্ক বিহীন ব্যাক্তিদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
শুক্রবার(২৮নভেম্বর) বিকালে বাজারে হ্যান্ড মাইক দিয়ে প্রচার পূর্বক জনগণ সচেতন করা হয়, পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ পাথারিয়া মুক্ত স্কাউট দলের যারা উপস্থিত ছিলেন জাহেদ আহমদ (SPL) ,মাহমুদুর রহমান ফারদিন ( PL) ,মেহেদি হাসান নাহিদ (APL),এস কে ছামি,মিনহাজুর রহমান রাফি,মেহেদি আহমেদ,মাহমুদ হোসেন,শাকিল আহমেদ,সাজেদুর রহমান,সাইদুল ইসলাম প্রমুখ।
শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খুরশেদ আলম বলেন করোনার দ্বিতীয় ধাক্কায় দেশ ব্যাপী আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় ধাক্কা সামলাতে সরকারী নির্দেশনা রয়েছে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করতে।
তাই বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিন্ত ও মাস্ক বিহীন ব্যক্তিদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।