শাড়ি তুলতে ছেলেকে ১০তলা থেকে ঝোলালেন মা!
অনলাইন নিউজঃ বারান্দায় মেলে দেওয়া একটি পোশাক (শাড়ি) পড়ে গিয়েছিল নিচে। ১০তলা থেকে উড়ে গিয়ে পড়েছিল ৯তলার ফ্ল্যাটের বারান্দায়। আর সেই পোশাক উদ্ধার করে আনতে ১০তলার ফ্ল্যাটের বাসিন্দা এক নারী তার ছোট্ট ছেলেকে নিচে পাঠালেন সিঁড়ি বা লিফট দিয়ে নয়। বরং বাচ্চাটির কোমরে হলুদ রঙের একটি বিছানার চাদর বেঁধে চাদরটিকে দড়ির মতো ব্যবহার করে, শিশুটিকে ঝুলিয়ে বারান্দা দিয়ে নামালেন নিচে! ঝুলে ঝুলেই ১০তলার বারান্দা থেকে ৯তলার বারান্দায় পৌঁছে যায় শিশুটি! তারপর সেই পোশাক উদ্ধার করে আবার দড়ির সাহায্যেই উঠে আসে ১০তলায়। দড়ি ধরে ঝোলানো, নামানো এবং টেনে তোলা–সব কিছুই করলেন তার মা!
গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে। যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্বাভাবিকভাবেই সেই ভিডিও প্রকাশ্যে আসায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।সূত্রঃ বিডি প্রতিদিন।