শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
সম্প্রতি ‘ছেলেধরা’ সন্দেহে সারাদেশে গণপিটুনিতে নিহত হয়েছেন বেশ ক’জন। এমন গুজবে আহত হয়েছে অনেকে। শিক্ষার্থীদের জড়িয়ে এ ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সব প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
চিঠিতে বলা হয়, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা গেছে, ‘ছেলেধরা’ গুজবের ওপর ভিত্তি করে বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটছে। কোথাও কোথাও নিরীহ মানুষ হত্যার মতো নির্মম ঘটনাও ঘটছে। এ ধরনের ঘটনা কখনোই কাম্য নয়।
চিঠিতে আরো বলা হয়, শিক্ষার্থীদের জড়িয়ে এ ধরনের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য সচেতন থাকতে এবং শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করতে সব প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সতর্ক করা হলো।