শিশুর মাথায় হাত বুলিয়ে আদর করলেন তাপস, ছবি ভাসছে ফেসবুকে
নিজম্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি নির্বাচনে জাপা মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের নির্বাচনী প্রচারণার সময় এক শিশুর মাথায় হাত বুলিয়ে দেয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে প্ড়েছে। ছবিটিতে দেখায় মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস একটি ছোট শিশুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এসময় শিশুটি তাপসের তাকিয়ে কান্না করছিলো। কিছু একটা বুঝিয়ে হয়ত তিনি শিশুটিকে আদর করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। ওই প্রচারণায় জাপার মহানগর আহবায়ক ও নির্বাচন পরিচালনার কমিটির সমন্ময়ক অধ্যাপক মহসীন উল ইসলঅম হাবুলসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছে জাপার একটি সূত্র। তবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।