শিশু খাদ্যের নামে টাঙ্গাইলে এসব কি তৈরি হচ্ছে?
নিজস্ব প্রতিবেদক: শিশু খাদ্যের নামে টাঙ্গাইলে এসব কি তৈরি হচ্ছে? এমন প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। বুধবার(৭ আগস্ট) টাঙ্গাইল বিসিক এলাকায় প্রিয় ফুড নামে একটি ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিএসটিআই অনুমোদন কিংবা কোন ধরণের লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরণের নকল ফুড, শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ করে আসছে।
এসময় বিপুল পরিমান নকল ফুড জব্দ করে বিনষ্ট করা হয় এবং কারখানাটি সিলগালা করে মালিক জনাব শফিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এই মোবাইল কোর্ট পরিচালনা করেন টাঙ্গাইল সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলাম।
এঘটনায় সাধারণ মানুষের মধ্যে শিশু খাদ্যের প্রতি বিরুপ প্রভাব পড়ছে। তাদের দাবী শহরের প্রত্যেকটি এলাকায় প্রশাসনের বিশেষ অভিযান অব্যহত রেখে এসব নকল খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গুলোকে আইনের আওতায় আনা হোক।