শেরপুরে স্কুল ছাত্রের সাইকেল চুরি, কিনে দিলেন এসপি কামরুজ্জামান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শেরপুরে স্কুল ছাত্রের সাইকেল চুরি, কিনে দিলেন এসপি কামরুজ্জামান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৫, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ
A- A A+ Print

শেরপুরে স্কুল ছাত্রের সাইকেল চুরি, কিনে দিলেন এসপি কামরুজ্জামান

নিজস্ব প্রতিবেদকঃজুনায়েদ সিদ্দিক হাসিব। বাসা শেরপুর সদরের বাগরাকসা এলাকায়। পড়ে শেরপুরের একটি স্কুলে।

শুক্রবার শহরের বাসা থেকে সাইকেলটি চুরি হয় তার। প্রতিকার পেতে হাসিব যায় শেরপুর সদর থানায়। সেখানে গিয়ে পুলিশের কাছে সাইকেল চুরির বিষয়টি জানায় সে।

হাসিব এতটাই সংক্ষুব্ধ ছিল যে, সাইকেল না নিয়ে কোনোভাবেই থানা ছাড়তে চায়নি সে। সঙ্গে আসা মাকে নিয়ে থানাতেই অবস্থান নেয় স্কুলছাত্র। বিষয়টি হাসিবের মা জানান তার সেনাসদস্য স্বামী জাহাঙ্গীর আলম জুয়েলকে।

বর্তমানে কাতারে মিশনে থাকা জুয়েল বিষয়টি বুঝতে পেরে কল করেন শেরপুর জেলা পুলিশের নতুন সংযোজন ‘টক টু এসপি’তে। শেরপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান, বিপিএমের সংযোজন এই হটলাইন।

তিনি বিষয়টি নিয়ে হাসিবের সঙ্গে কথা বলে শনিবার তাকে সাইকেল দেওয়ার আশ্বাস দেন। সে কথা শুনে মাকে নিয়ে বাড়িতে ফিরে যায় হাসিব।

কথা অনুযায়ী শনিবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে হাসিবের হাতে নতুন সাইকেল তুলে দেন শেরপুরের এসপি।

শেরপুরের এসপির উপহারের সাইকেল নিয়ে মায়ের সঙ্গে স্কুলছাত্র জুনায়েদ সিদ্দিক হাসিব। জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে জানানো হয়, শহরের এস এম পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র হাসিব। সাইকেলে করে সে নিয়মিত স্কুল ও কোচিংয়ে যাতায়াত করত। এ কারণে বাহনটি পেতে মরিয়া ছিল সে।

শেরপুরের নবাগত এসপির কাছ থেকে উপহারের সাইকেল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কুলছাত্রের মা তাসলিমা বেগম।তিনি জানান, সাইকেল হারিয়ে ভেঙে পড়েছিল হাসিব। তার বাবা চাইলেই নতুন সাইকেল কিনে দিতে পারতেন। কিন্তু ছেলের জেদের কারণে তিনি বিদেশ থেকে ফোন করেন। এর পরিপ্রেক্ষিতে শেরপুরের এসপি তাঁর ছেলেকে নতুন সাইকেল উপহার দিয়েছেন।

‘টক টু এসপি’ নামের সেবাটি নিয়ে হাসিবের মা বলেন, ‘নবাগত এসপি এসেই হটলাইন সেবাটি চালু করেছেন। এর মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজেই তাদের যেকোনো সমস্যার কথা সরাসরি তাঁকে (এসপি) বলতে পারছেন। তাতে সমাধানও মিলছে দ্রুত।’

সাইকেল উপহার দেওয়ার বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বলেন, ‘মানবিক পুলিশ সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পুলিশের প্রতি শিশু হাসিবের অগাধ বিশ্বাস আমাদের মুগ্ধ করেছে। সাইকেল হারানোর কষ্ট লাঘবে আমরা তাকে এই ছোট উপহারটি দিয়েছি।’ তথ্যসূত্রঃ ফেসবুক থেকে সংগৃহীত।

দৈনিক বরিশাল ২৪

শেরপুরে স্কুল ছাত্রের সাইকেল চুরি, কিনে দিলেন এসপি কামরুজ্জামান

রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ | আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃজুনায়েদ সিদ্দিক হাসিব। বাসা শেরপুর সদরের বাগরাকসা এলাকায়। পড়ে শেরপুরের একটি স্কুলে।

শুক্রবার শহরের বাসা থেকে সাইকেলটি চুরি হয় তার। প্রতিকার পেতে হাসিব যায় শেরপুর সদর থানায়। সেখানে গিয়ে পুলিশের কাছে সাইকেল চুরির বিষয়টি জানায় সে।

হাসিব এতটাই সংক্ষুব্ধ ছিল যে, সাইকেল না নিয়ে কোনোভাবেই থানা ছাড়তে চায়নি সে। সঙ্গে আসা মাকে নিয়ে থানাতেই অবস্থান নেয় স্কুলছাত্র। বিষয়টি হাসিবের মা জানান তার সেনাসদস্য স্বামী জাহাঙ্গীর আলম জুয়েলকে।

বর্তমানে কাতারে মিশনে থাকা জুয়েল বিষয়টি বুঝতে পেরে কল করেন শেরপুর জেলা পুলিশের নতুন সংযোজন ‘টক টু এসপি’তে। শেরপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান, বিপিএমের সংযোজন এই হটলাইন।

তিনি বিষয়টি নিয়ে হাসিবের সঙ্গে কথা বলে শনিবার তাকে সাইকেল দেওয়ার আশ্বাস দেন। সে কথা শুনে মাকে নিয়ে বাড়িতে ফিরে যায় হাসিব।

কথা অনুযায়ী শনিবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে হাসিবের হাতে নতুন সাইকেল তুলে দেন শেরপুরের এসপি।

শেরপুরের এসপির উপহারের সাইকেল নিয়ে মায়ের সঙ্গে স্কুলছাত্র জুনায়েদ সিদ্দিক হাসিব। জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে জানানো হয়, শহরের এস এম পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র হাসিব। সাইকেলে করে সে নিয়মিত স্কুল ও কোচিংয়ে যাতায়াত করত। এ কারণে বাহনটি পেতে মরিয়া ছিল সে।

শেরপুরের নবাগত এসপির কাছ থেকে উপহারের সাইকেল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কুলছাত্রের মা তাসলিমা বেগম।তিনি জানান, সাইকেল হারিয়ে ভেঙে পড়েছিল হাসিব। তার বাবা চাইলেই নতুন সাইকেল কিনে দিতে পারতেন। কিন্তু ছেলের জেদের কারণে তিনি বিদেশ থেকে ফোন করেন। এর পরিপ্রেক্ষিতে শেরপুরের এসপি তাঁর ছেলেকে নতুন সাইকেল উপহার দিয়েছেন।

‘টক টু এসপি’ নামের সেবাটি নিয়ে হাসিবের মা বলেন, ‘নবাগত এসপি এসেই হটলাইন সেবাটি চালু করেছেন। এর মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজেই তাদের যেকোনো সমস্যার কথা সরাসরি তাঁকে (এসপি) বলতে পারছেন। তাতে সমাধানও মিলছে দ্রুত।’

সাইকেল উপহার দেওয়ার বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বলেন, ‘মানবিক পুলিশ সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পুলিশের প্রতি শিশু হাসিবের অগাধ বিশ্বাস আমাদের মুগ্ধ করেছে। সাইকেল হারানোর কষ্ট লাঘবে আমরা তাকে এই ছোট উপহারটি দিয়েছি।’ তথ্যসূত্রঃ ফেসবুক থেকে সংগৃহীত।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালের লাখুটিয়া ইসলামীয়া দাখিল মাদরাসার নতুন সভাপতি ইমতিয়াজ চৌধুরী   বর্ণিল আয়োজনে বোবা কলোনী স্পোর্টিং ক্লাবের শর্টিপিচ ট্রুণামেন্ট এর উদ্বোধন   ২০২৩ সালের বরিশাল সিটি নির্বাচন বাতিল চেয়ে মামলা করলেন তাপস   কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে ‘ব্লকেড’, যান চলাচল বন্ধ   বরিশালে র‍্যাবের অভিযানে গুলিবিদ্ধ হয়ে মাদক বিক্রেতা নিহত   বরিশালে জামরুল পাড়তে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্র হাসানের   জমকালো আয়োজনের মধ্য দিয়ে বড়মাঝি বাড়ি প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত   আনন্দ উল্লাসে শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’   বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা   আন্তর্জাতিক গণমাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি   ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে লাখো মানুষ   ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়ে শেষ হলো মার্চ ফর গাজা   ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ ড. ইউনূসের   আধুনিক বরিশালের কারিগর সাবেক জনপ্রিয় মেয়র হিরন এর মৃত্যুবার্ষিকী আজ   সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি, ওষুধ কেনা যাবে স্বল্পমূল্যে   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের পুরস্কার বিতরণ   ‘গাজায় আবাবিল পাখি ভীষণ প্রয়োজন’   পহেলা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা   হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বটগাছ   জাতীয় নির্বাচনে দেওয়ালে লিখে প্রচারণা নয়, থাকবে না তোরণ