শেষপর্যন্ত হিরো আলমের কাছেই ফিরলেন নুসরাত
অনলাইন নিউজঃমিউজিক ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলা হিরো আলম এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো- সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি। কাজের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও খবরের শিরোনামে এসেছেন বহুবার।
বেশ কয়েক মাস ধরেই হিরো আলমের সঙ্গে তার স্ত্রী নুসরাতের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। ইতোমধ্যে হিরো আলমের নতুন প্রেমের খবরও চাউর হয়েছিলো। তার সেই প্রেমিকার নাম রিয়া মণি। আপাতত জুটি বেঁধে সারাদেশে স্টেজ পারফর্ম করে বেড়াচ্ছেন তারা।
এদিকে হিরো আলমের স্ত্রী নুসরাতও অন্য এক ছেলের সঙ্গে জুটি বেঁধে পারফর্ম করছিলেন। বিভিন্ন সময় দেওয়া ভিডিওবার্তায় তিনি হিরো আলমকে ডিভোর্স দেওয়ার কথাও জানান। তবে সব বিতর্ককে পেছনে ঠেলে অবশেষে হিরো আলমের কাছেই ফিরলেন নুসরাত। দীর্ঘদিন পর একসঙ্গে একই গানে কণ্ঠ দিয়েছেন তারা।
হিরো আলম জানান, ‘ভুল বুঝাবুঝির পালা শেষ। আমাদের সংসার ভালোই চলছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এক সময় নুসরাতের সঙ্গে সারাদেশে মঞ্চ মাতিয়েছেন হিরো আলম। সিনেমাতেও জুটি বেঁধেছেন তারা। কাজ করতে গিয়েই দুজন দুজনের প্রেমে পড়েন এবং পরবর্তীতে সেটি বিয়ে পর্যন্ত গড়ায়।আরটিভি