শৈশবেই সুঅভ্যাস গড়ে তুলুন সন্তানের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শৈশবেই সুঅভ্যাস গড়ে তুলুন সন্তানের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০১, ২০১৯ ৩:৪৬ অপরাহ্ণ
A- A A+ Print

শৈশবেই সুঅভ্যাস গড়ে তুলুন সন্তানের

দৈনিক বরিশাল ২৪.কম: সব বাবা-মা চান তাদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক সন্তান। এই মানুষ হিসেবে গড়তে গিয়ে নিজেরাই করেন উল্টো আচরণ। এতে হিতে হয় বিপরীত। সন্তানের মানসিক বৈশিষ্ট্য না বুঝে সন্তান ‘মানুষ’ করতে গেলে বিগড়ে যেতে পারে আপনার সন্তান। অভিযাত্রা

খুব অল্প অভিভাবকই জানেন সন্তানের বেড়ে উঠার প্রথম ধাপে তাকে কি শেখাতে হয়, কীভাবে শেখাতে হয়। শেখার কোনো শেষ নেই, কিন্তু একটু একটু করে ধাপে ধাপে শেখাতে হবে সব। ধৈর্য সহকারে সন্তানের আয়ত্তে দিতে হবে অনেক কিছুই। আসুন জেনে নিই পাঁচটি অভ্যাস, যার মাধ্যমে গড়ে উঠবে আপনার সন্তানের চরিত্র, ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্য।

* আপনার সন্তান যেন অপরের সাথে সবকিছু ভাগাভাগি করে নেয়, এটা শেখাবেন প্রথমে। তার খাবার, তার বই, তার ব্যবহৃত টুকটাক জিনিস সবকিছুই যেন তার ভাই-বোন ও খেলার সাথীদের সাথে ভাগাভাগি করে ব্যবহার করে।

অনেক মা তার সন্তানের সুস্থতা, জীবাণুঘটিত ব্যাপারের কারণে সন্তানকে শেখান একদম ভাগাভাগি না করতে। আপনি তাকে শিখিয়ে দিবেন কি করে ভাগ করে দিতে হবে। ভাগাভাগির অভ্যাস না থাকলে আপনার সন্তান বড় হয়ে ‘শেয়ারিং’ ব্যাপারটা বুঝবেনা, এর কদরও করবেনা। ফলে তার মধ্যে আত্মতৃপ্তি আসবেনা।

* আপনার সন্তানকে ‘সরি’ বা ‘দুঃখিত’ বলতে শেখান। মানুষ মাত্রই ভুল। ভুল করলে যাতে সে ক্ষমা চাওয়ার অভ্যাস রপ্ত করতে পারে, তা শেখান শৈশবেই। তাকে বোঝান যে ক্ষমা চাওয়া মানেই ছোট হয়ে যাওয়া না, ক্ষমা চাওয়া একটা ভালো গুণ। এতে করে ভবিষ্যতে সে ভুল কাজটি আর করবে না।

* আপনার সন্তানকে একদম ছোটবেলা থেকে হাত ধোয়ার অভ্যাস করাবেন। একদম ছোট বেলা থেকেই তাকে বুঝাবেন যে শুধুমাত্র শৌচকার্যে নয়, বাইরে থেকে এসে, সকালে উঠে, যেকোনো খাবার গ্রহণের পূর্বে হাত ধুয়ে নিতে হবে।
নির্দিষ্ট স্থানে যে ময়লা ফেলতে হয়, যেখানে সেখানে ফেলতে হয় না। জানাল, রাস্তা, যেখানে সেখানে ময়লা ফেললে তাতে আমাদেরই ক্ষতি হয় – এসব ব্যাপারে আপনার সন্তানকে জানিয়ে দিন।

* অকারণে যেন আপনার সন্তান কোনো পশুপাখিকে আঘাত না করে। আজকাল অনেক বাচ্চাকে দেখা যায় ইট, পাথর ছুঁড়ে বিড়াল বা কুকুরকে মেরে বিকৃত আনন্দ পাচ্ছে। তাকে বুঝাবেন যে পশুপাখির প্রাণ-অনুভূতি আছে। তাদের আঘাত করলে তারাও তারই মতো ব্যথা পায়।

সুত্র:অনলাইন
দৈনিক বরিশাল ২৪

শৈশবেই সুঅভ্যাস গড়ে তুলুন সন্তানের

সোমবার, জুলাই ১, ২০১৯ ৩:৪৬ অপরাহ্ণ

দৈনিক বরিশাল ২৪.কম: সব বাবা-মা চান তাদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক সন্তান। এই মানুষ হিসেবে গড়তে গিয়ে নিজেরাই করেন উল্টো আচরণ। এতে হিতে হয় বিপরীত। সন্তানের মানসিক বৈশিষ্ট্য না বুঝে সন্তান ‘মানুষ’ করতে গেলে বিগড়ে যেতে পারে আপনার সন্তান। অভিযাত্রা

খুব অল্প অভিভাবকই জানেন সন্তানের বেড়ে উঠার প্রথম ধাপে তাকে কি শেখাতে হয়, কীভাবে শেখাতে হয়। শেখার কোনো শেষ নেই, কিন্তু একটু একটু করে ধাপে ধাপে শেখাতে হবে সব। ধৈর্য সহকারে সন্তানের আয়ত্তে দিতে হবে অনেক কিছুই। আসুন জেনে নিই পাঁচটি অভ্যাস, যার মাধ্যমে গড়ে উঠবে আপনার সন্তানের চরিত্র, ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্য।

* আপনার সন্তান যেন অপরের সাথে সবকিছু ভাগাভাগি করে নেয়, এটা শেখাবেন প্রথমে। তার খাবার, তার বই, তার ব্যবহৃত টুকটাক জিনিস সবকিছুই যেন তার ভাই-বোন ও খেলার সাথীদের সাথে ভাগাভাগি করে ব্যবহার করে।

অনেক মা তার সন্তানের সুস্থতা, জীবাণুঘটিত ব্যাপারের কারণে সন্তানকে শেখান একদম ভাগাভাগি না করতে। আপনি তাকে শিখিয়ে দিবেন কি করে ভাগ করে দিতে হবে। ভাগাভাগির অভ্যাস না থাকলে আপনার সন্তান বড় হয়ে ‘শেয়ারিং’ ব্যাপারটা বুঝবেনা, এর কদরও করবেনা। ফলে তার মধ্যে আত্মতৃপ্তি আসবেনা।

* আপনার সন্তানকে ‘সরি’ বা ‘দুঃখিত’ বলতে শেখান। মানুষ মাত্রই ভুল। ভুল করলে যাতে সে ক্ষমা চাওয়ার অভ্যাস রপ্ত করতে পারে, তা শেখান শৈশবেই। তাকে বোঝান যে ক্ষমা চাওয়া মানেই ছোট হয়ে যাওয়া না, ক্ষমা চাওয়া একটা ভালো গুণ। এতে করে ভবিষ্যতে সে ভুল কাজটি আর করবে না।

* আপনার সন্তানকে একদম ছোটবেলা থেকে হাত ধোয়ার অভ্যাস করাবেন। একদম ছোট বেলা থেকেই তাকে বুঝাবেন যে শুধুমাত্র শৌচকার্যে নয়, বাইরে থেকে এসে, সকালে উঠে, যেকোনো খাবার গ্রহণের পূর্বে হাত ধুয়ে নিতে হবে।
নির্দিষ্ট স্থানে যে ময়লা ফেলতে হয়, যেখানে সেখানে ফেলতে হয় না। জানাল, রাস্তা, যেখানে সেখানে ময়লা ফেললে তাতে আমাদেরই ক্ষতি হয় – এসব ব্যাপারে আপনার সন্তানকে জানিয়ে দিন।

* অকারণে যেন আপনার সন্তান কোনো পশুপাখিকে আঘাত না করে। আজকাল অনেক বাচ্চাকে দেখা যায় ইট, পাথর ছুঁড়ে বিড়াল বা কুকুরকে মেরে বিকৃত আনন্দ পাচ্ছে। তাকে বুঝাবেন যে পশুপাখির প্রাণ-অনুভূতি আছে। তাদের আঘাত করলে তারাও তারই মতো ব্যথা পায়।

সুত্র:অনলাইন
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ