শোক দিবস উপলক্ষে রংপুরে শোকর্যালী অনুষ্ঠিত
আশিকুর রহমান,রংপুর: জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শোকর্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ আগস্ট সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসন এর আয়োজনে ডিসি মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সরকারি বেসরকারি পদস্থ ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ,সামাজিক সাস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণসহ সর্বস্তরের জনগণ।
এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের স্মৃতির উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া করা হয়। এরপর রংপুর জিলা স্কুল এর প্রধান ফটক থেকে একটি শোক র্যালি শুরু হয়ে টাউন হল প্রাঙ্গনে শেষ হয়।