শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকা

সাউথ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরে বিশ্বকাপের নকআউটে খেলার আশায় গুড়ে বালি শ্রীলঙ্কার। নকআউট থেকে আগেই ছিটকে পড়া প্রোটিয়ারা পেল ২য় জয়।
চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে শ্রীলংকার দেয়া ২০৪ রানের টার্গেটে টপকাতে দুপ্লেসিদের খরচ হয়েছে মাত্র ১ উইকেট। টস হেরে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে কোন রান না তুলতেই রাবাদার শিকার হয়ে ফেরেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। ব্যক্তিগত ৩০ রানে প্রিটোরিয়াসের বলে আউট আভিস্কা ফার্নান্দো।প্রিটোরিয়াসের ২য় শিকার কুশাল পেরেরা। ক্রিস মরিসের বলে আঞ্জেলো ম্যাথুজ ফিরেছেন ১১ রান করে। কুশাল মেন্ডিস খেলেছেন ধীর গতির ইনিংস। ৫১ বলে করেন ২৩ রান। ২৪ রান করে আউট হয়েছেন ধনঞ্জয় ডি সিলভা। মালিঙ্গা ৪ করে আউট হলে তিন বল বাকি থাকতেই অল আউট হয় শ্রীলংকা। তিনটি কোরে উইকেট নেন প্রিটোরিয়াস আর ক্রিস মরিস। রাবাদার শিকার ২ উইকেট।
২০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৩১ রানে ওপেনার কুইন্টন ডি ককের উইকেট হারায় প্রোটিয়ারা। ক্যাপ্টেন ফাফ দুপ্লেসি ও হাশিম আমলার ১৭৫ রানের পার্টনারশিপে সহজ জয় সাউথ আফ্রিকার।