সততার উজ্জল দৃষ্টান্ত বরিশালের এসপি সাইফুল ইসলাম, পুলিশ হল ৪৪ জন
নিজস্ব প্রতিবেদক: কোনও ধরনের আর্থিক লেনদেন ছাড়াই যোগ্যতার ভিত্তিতে বরিশালে মাত্র ১শ’ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি পেয়েছেন ৪৪ জন।
রোববার রাতে তারা চূড়ান্তভাবে নিয়োগ পান। বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা পুলিশের একটি সূত্র জানায়, সরকারি কোষাগারে ১শ’ টাকা জমা দিয়ে গত ১ জুন বরিশাল পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কনস্টেবল পদের জন্য বাছাইয়ে অংশ নেন ১ হাজার ৮৫০ জন প্রার্থী।
প্রাথমিক বাছাইয়ের পর শারীরিক কসরত এবং ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মনোনীত হন ৬০৯ জন।
২ জুন লিখিত পরীক্ষা অংশ নেওয়ার পর ৪ জুন প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন ১২৩ জন। পরে ৬ জুনের মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন ৪৪ জন।
রবিবার রাতে মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত হয়। চূড়ান্ত নিয়োগ পাওয়া ৪৪ জনের মধ্যে ১৩ জন নারী ও ৩১ জন পুরুষ।
চূড়ান্তভাবে নির্বাচিতরা বলেন, ‘সরকারি কোষাগারে ১০৩ টাকা জমা দেওয়ার নিয়ম থাকলেও আমরা জমা দিয়েছি ১শ’ টাকা।
সব প্রার্থীর পক্ষে এসপি স্যার (পুলিশ সুপার) নিজে ৩ টাকা করে জমা দিয়েছেন। কোনও ধরনের অবৈধ লেনদেন ছাড়া চাকরি পাওয়ায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১২৩ জনের সবাই যোগ্যতা সম্পন্ন।
তারপরও পুলিশ হেড কোয়াটার্সের কঠোর অনুশাসন মেনে ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ৪৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।