সন্ত্রাসীদের রোষানলে বাকেরগঞ্জের একটি পরিবার, পুলিশের দৃষ্টি আকর্ষণ

নওরজ হিরা: বাকেরগন্জ ঊপজেলার ফরিদপুরে সেকেন্দার ওরফে সেখা হাওলাদারের পরিবার এখন হুমকির মুখে।সেখার ঘরে বি এ পাশ কন্যা শাহানাজ এবং আই এ পাশ কন্যা শারমিন সন্ত্রাসীচক্রের অত্যাচারে পাশের বারি রাত্রি যাপন করে।
ফরিদপুরে নাইয়াবাড়ি অনেকে এটাকে বড়বাড়ি বলে। জমি নিয় বিরোধ পাশের বাড়ির অটোচালক সবুজের সাথে। বেশ কয়েকবার শালিস হয়েছে। সেখা শালিস দারদের চাহিদা না মিটানোর কারনে শালিসদার সেখার বিপক্ষে অবস্হান নেয়, শালিসদার দুলালের নির্দেশে সবুজ, এবং আরো ৫/৬জন সখার বাড়ির প্রবেশ পথ আটকে দেয়।
গতকাল সেখার মেয়ে শাহনাজের বিয় হবার কথা ছিল। বিয়ে যাতে না হয় সে জন্য বাড়ির প্রবেশ পথ আটকিয়ে দেয়।
খবর পেয়ে ইউ পি সদস্য সহিদুল ইসলাম, এবং ঝন্টু হাওলাদার বাশ এবং জাল দিয়ে আটকানো বেড়া ভেংগে ফেলে।
আজ শাহনাজের বিয়ে হবার কথা আছে। কিন্তু সবুজ এবং তার দলবল বলে বেড়াচ্ছে আমার জমির উপর দিয়া বরযাত্রী ঢুকতে পারবেনা।
কোন চেয়ারম্যান,মেম্বর, কিংবা পুলিশ তার কিছু করতে পারবেনা।
সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানা গেছে অহেতুক ভাবে সেখার পরিবারের উপর একটি মহল অন্যায় অত্যাচার করছে।
এ ব্যাপারে শেখার পরিবার এবং তার অসহায় কন্যারা বাকেরগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভুমি, বাকেরগন্জ থানার অফিসার ইনচার্জ এবং ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষন করেছেন।