সবই বদলে যাচ্ছে, বদলায়নি পাবনার কামার পল্লীর চিত্র - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সবই বদলে যাচ্ছে, বদলায়নি পাবনার কামার পল্লীর চিত্র - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১০, ২০১৯ ৬:৫৭ অপরাহ্ণ
A- A A+ Print

সবই বদলে যাচ্ছে, বদলায়নি পাবনার কামার পল্লীর চিত্র

মোঃ ইয়াছিন শেখ  (ঈশ্বরদী)পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলা দাশুড়িয়া কামার শিল্পীরা পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দম ফেলার যেন সময় পাচ্ছে না তারা। রাতদিন টুং টাং শব্দে মুখরিত হচ্ছে হাটবাজারসহ কামারবাড়ি।

বিভিন্ন হাটবাজারে কামারদের বাড়িতে কোরবানির ঈদকে সামনে রেখে দা, বঁটি, চাকু, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম তৈরি করছেন কামাররা। এইসব ব্যবহার্য জিনিস স্থানীয় চাহিদা মিটানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে পাইকারি ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছেন।

স্থানীয় বাজার থেকে লোহা কিনে সেগুলো পুড়িয়ে দা, বঁটি, চাপাতি, চাকুসহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করছে কামাররা। বর্তমান আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে এই শিল্প।

এ পেশায় কাজ করে কোন রকম সংসার চলে তবে কোরবানির ঈদের সময় একটু চাহিদা বাড়ে। অন্য সময় বেশি সময় বসে বসে পার করতে হয়।বিভিন্ন হাটবাজারে কামারদের বাড়িতে কোরবানির ঈদকে সামনে রেখে দা, বঁটি, চাকু, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম তৈরি করছেন কামাররা।লোকজন ভিড় করছেন তাদের দোকানে।

কামারের দোকানগুলোতে শোভা পাচ্ছে গরু, ছাগলসহ বিভিন্ন পশু জবাইয়ের উপকরণ। প্রতি বছর কোরবানির ঈদ উপলক্ষে হাসুয়া, দা, ছুরি, চাপাতি, ও ধামার ব্যাপক চাহিদা বেড়ে যায়। এছাড়া প্রতিটি দা বিক্রি হচ্ছে ৩৫০শ’ টাকা, হাসুয়া ১৮০টাকা, ছোট ছুরি ৫০টাকা, বটি ২০০শ’ টাকা, চাপাতি ২৮০-৪০০ টাকা করে।

এদিকে যারা বাড়ি বাড়ি গিয়ে শাণ দেন তাদের অবস্থা মোটামুটি ভাল বলে জানা গেছে।যারা বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন তাদের একজনের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের কমবেশি সারা বছরই কাজ থাকে। কারণ নারীদেরতো সারা বছরই হাসুয়া, দা- ছুরি দিয়ে কাজ করতে হয়।

এদিকে নতুন সরঞ্জাম ও মেরামতকারি দোকানিদের কাছে জানতে চাইলে তারা জানান, বর্তমানে কয়লার ও লোহার দাম একটু বৃদ্ধি পাওয়ায় আমাদেরও জিনিষপত্রের দাম একটু বাড়াতে হয়েছে।এছাড়াও শহরের বেশ কিছু স্থানে তৈরিকৃত ছুরি, দা, কোপতা বিক্রি করছেন ব্যবসায়ীরা।

অনেকেই এসব অস্থায়ী দোকানে ভিড় করছেন, দরদাম করে কিনে নিচ্ছেন প্রয়োজনীয় । ছবিটি তোলা হয়েছে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া বাজার কামারবারি থেকে।

দৈনিক বরিশাল ২৪

সবই বদলে যাচ্ছে, বদলায়নি পাবনার কামার পল্লীর চিত্র

শনিবার, আগস্ট ১০, ২০১৯ ৬:৫৭ অপরাহ্ণ

মোঃ ইয়াছিন শেখ  (ঈশ্বরদী)পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলা দাশুড়িয়া কামার শিল্পীরা পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দম ফেলার যেন সময় পাচ্ছে না তারা। রাতদিন টুং টাং শব্দে মুখরিত হচ্ছে হাটবাজারসহ কামারবাড়ি।

বিভিন্ন হাটবাজারে কামারদের বাড়িতে কোরবানির ঈদকে সামনে রেখে দা, বঁটি, চাকু, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম তৈরি করছেন কামাররা। এইসব ব্যবহার্য জিনিস স্থানীয় চাহিদা মিটানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে পাইকারি ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছেন।

স্থানীয় বাজার থেকে লোহা কিনে সেগুলো পুড়িয়ে দা, বঁটি, চাপাতি, চাকুসহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করছে কামাররা। বর্তমান আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে এই শিল্প।

এ পেশায় কাজ করে কোন রকম সংসার চলে তবে কোরবানির ঈদের সময় একটু চাহিদা বাড়ে। অন্য সময় বেশি সময় বসে বসে পার করতে হয়।বিভিন্ন হাটবাজারে কামারদের বাড়িতে কোরবানির ঈদকে সামনে রেখে দা, বঁটি, চাকু, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম তৈরি করছেন কামাররা।লোকজন ভিড় করছেন তাদের দোকানে।

কামারের দোকানগুলোতে শোভা পাচ্ছে গরু, ছাগলসহ বিভিন্ন পশু জবাইয়ের উপকরণ। প্রতি বছর কোরবানির ঈদ উপলক্ষে হাসুয়া, দা, ছুরি, চাপাতি, ও ধামার ব্যাপক চাহিদা বেড়ে যায়। এছাড়া প্রতিটি দা বিক্রি হচ্ছে ৩৫০শ’ টাকা, হাসুয়া ১৮০টাকা, ছোট ছুরি ৫০টাকা, বটি ২০০শ’ টাকা, চাপাতি ২৮০-৪০০ টাকা করে।

এদিকে যারা বাড়ি বাড়ি গিয়ে শাণ দেন তাদের অবস্থা মোটামুটি ভাল বলে জানা গেছে।যারা বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন তাদের একজনের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের কমবেশি সারা বছরই কাজ থাকে। কারণ নারীদেরতো সারা বছরই হাসুয়া, দা- ছুরি দিয়ে কাজ করতে হয়।

এদিকে নতুন সরঞ্জাম ও মেরামতকারি দোকানিদের কাছে জানতে চাইলে তারা জানান, বর্তমানে কয়লার ও লোহার দাম একটু বৃদ্ধি পাওয়ায় আমাদেরও জিনিষপত্রের দাম একটু বাড়াতে হয়েছে।এছাড়াও শহরের বেশ কিছু স্থানে তৈরিকৃত ছুরি, দা, কোপতা বিক্রি করছেন ব্যবসায়ীরা।

অনেকেই এসব অস্থায়ী দোকানে ভিড় করছেন, দরদাম করে কিনে নিচ্ছেন প্রয়োজনীয় । ছবিটি তোলা হয়েছে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া বাজার কামারবারি থেকে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ   দেশের ক্লান্তিকালে মানুষের পাশে তাপসের ‘‘বরিশাল ফরএভার লিভিং সোসাইটি’’