সব হত্যার বিচার করা হবে : সেনাপ্রধান
অনলাইন নিউজঃ দেশের বর্তমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা শেষে ব্রিফিং করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
সোমবার (৫ আগস্ট) বিকাল ৪টায় জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।
সেনাবাহিনীর প্রধান বলেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।
তিনি আরও বলেন, আমরা এখন বঙ্গবভনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন।সূত্র ঃ কালবেলা