‘সরকারের উন্নয়নমূলক কাজ সংশ্লিষ্টদের দ্রুত শেষ করার আহবান’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘সরকারের উন্নয়নমূলক কাজ সংশ্লিষ্টদের দ্রুত শেষ করার আহবান’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৯, ২০১৯ ৯:০৩ অপরাহ্ণ
A- A A+ Print

‘সরকারের উন্নয়নমূলক কাজ সংশ্লিষ্টদের দ্রুত শেষ করার আহবান’

শামীম আহমেদ: বরিশালে পরিকল্পনা মন্ত্রালয়ের অধীন বাস্তবায়ন নিরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমডি)’র সচিব আবুল মনসুর মোহাম্মদ ফাইজুল্লাহ (এনডিসি) বলেছেন, আগে উন্নয়নমূলক দরপত্র টেন্ডারে ছিল মাসেলের যুগ । এখন সেধারা বদলে হয়েছে নলেজের যুগ।

সরকারী দপ্তরের সমলোচনা করে বলেন, আমরা প্রকল্পের মেয়াদ যখন শেষ পর্যায়ে এসে দাড়ায় তখন কাজের দরপত্র আহবান করে থাকি এজন্য তিনি সরকারের নিতি নির্ধারকদের দায়ী করেন।

আমরা ২০৪১ সালে আমরা মধ্যম আয়ের দেশের স্বিকৃতি পাব। আমাদের উন্নয়নমূলক কাজ সঠিকভাবে বাস্তবায়ন করা না যায় তাহলে তা সম্ভব হবে না।

এব্যাপারে তিনি উন্নয়নকাজের সহযোগী (ঠিকাদারদার) কে সরকারী উন্নয়নমূলক কাজের সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ রক্ষা করে তড়িৎ গতিতে সচ্ছতা ও জবাব দিহীতার মাধ্যমে কাজ শেষ করার আহবান জানান।

আজ (২৯ই) জুলাই সোমবার বরিশাল সার্কিট হাইজ ধানসিঁড়ি মিলনায়তন সভা কক্ষে প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলো বলেছেন।

জেলার বিভিন্ন সরকারী ক্রয়কারী সংস্থা ও দরপত্র দাতাদের প্রতিনিধিদের নিয়ে গঠিত গর্ভমেন্ট- টেন্ডারার ফোরাম (জিটিএফ) সাথে এক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডিআইএমএপিপিপি-এর আওতায় সিপিটিইউ ও বিসিসিপির সহায়তায় দরপত্রকারী সম্প্রদায় এবং ক্রয়কারী সংস্থার মধ্যে সংলাপ সৃষ্টি করার জন্যই আয়োজন করেছে এই কর্মশালা।

বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে কর্মশালা আরো বক্তব্য রাখেন বরিশাল নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী,সিপিটিইউ,আইএমইডির সরকারী নীতি বাস্তবায়ন উপদেষ্টা একে এম ফজলুল করীম,উপসচিব মো. অংকুর রহমান,উপ পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান প্রকল্প ব্যবস্থপনা পরামর্শক মোস্তা গাউসুল হক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র ডিপুটি ডিরেক্টরখাদিজা বিলকিস। অনুষ্ঠানে সুচনা বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

প্রধান অতিথি এসময় আরো বলেন, সরকার দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উত্তোরনের কাজ করছে। সেলক্ষ অর্জনে মানসম্পন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কোন বিকল্প নেই এজন্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করে ২০৪১ সালে উন্নত দেশে উত্তোরনে প্রকল্পের গতি আনার আহবান জানান।

দৈনিক বরিশাল ২৪

‘সরকারের উন্নয়নমূলক কাজ সংশ্লিষ্টদের দ্রুত শেষ করার আহবান’

সোমবার, জুলাই ২৯, ২০১৯ ৯:০৩ অপরাহ্ণ

শামীম আহমেদ: বরিশালে পরিকল্পনা মন্ত্রালয়ের অধীন বাস্তবায়ন নিরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমডি)’র সচিব আবুল মনসুর মোহাম্মদ ফাইজুল্লাহ (এনডিসি) বলেছেন, আগে উন্নয়নমূলক দরপত্র টেন্ডারে ছিল মাসেলের যুগ । এখন সেধারা বদলে হয়েছে নলেজের যুগ।

সরকারী দপ্তরের সমলোচনা করে বলেন, আমরা প্রকল্পের মেয়াদ যখন শেষ পর্যায়ে এসে দাড়ায় তখন কাজের দরপত্র আহবান করে থাকি এজন্য তিনি সরকারের নিতি নির্ধারকদের দায়ী করেন।

আমরা ২০৪১ সালে আমরা মধ্যম আয়ের দেশের স্বিকৃতি পাব। আমাদের উন্নয়নমূলক কাজ সঠিকভাবে বাস্তবায়ন করা না যায় তাহলে তা সম্ভব হবে না।

এব্যাপারে তিনি উন্নয়নকাজের সহযোগী (ঠিকাদারদার) কে সরকারী উন্নয়নমূলক কাজের সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ রক্ষা করে তড়িৎ গতিতে সচ্ছতা ও জবাব দিহীতার মাধ্যমে কাজ শেষ করার আহবান জানান।

আজ (২৯ই) জুলাই সোমবার বরিশাল সার্কিট হাইজ ধানসিঁড়ি মিলনায়তন সভা কক্ষে প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলো বলেছেন।

জেলার বিভিন্ন সরকারী ক্রয়কারী সংস্থা ও দরপত্র দাতাদের প্রতিনিধিদের নিয়ে গঠিত গর্ভমেন্ট- টেন্ডারার ফোরাম (জিটিএফ) সাথে এক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডিআইএমএপিপিপি-এর আওতায় সিপিটিইউ ও বিসিসিপির সহায়তায় দরপত্রকারী সম্প্রদায় এবং ক্রয়কারী সংস্থার মধ্যে সংলাপ সৃষ্টি করার জন্যই আয়োজন করেছে এই কর্মশালা।

বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে কর্মশালা আরো বক্তব্য রাখেন বরিশাল নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী,সিপিটিইউ,আইএমইডির সরকারী নীতি বাস্তবায়ন উপদেষ্টা একে এম ফজলুল করীম,উপসচিব মো. অংকুর রহমান,উপ পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান প্রকল্প ব্যবস্থপনা পরামর্শক মোস্তা গাউসুল হক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র ডিপুটি ডিরেক্টরখাদিজা বিলকিস। অনুষ্ঠানে সুচনা বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

প্রধান অতিথি এসময় আরো বলেন, সরকার দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উত্তোরনের কাজ করছে। সেলক্ষ অর্জনে মানসম্পন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কোন বিকল্প নেই এজন্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করে ২০৪১ সালে উন্নত দেশে উত্তোরনে প্রকল্পের গতি আনার আহবান জানান।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিভিন্ন দাবিতে ২০ মার্চ সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ শিক্ষক কর্মচারি সমিতি ফেডারেশন   বিশ্বকাপ বাছাইয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা   বরিশাল মহানগরীর পলাশপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালিত   এসএসসি পরীক্ষার শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে   আমাদের প্রধান লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন : গণশিক্ষা উপদেষ্টা   ঢাকাস্থ বরিশাল জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে, আশা জাতিসংঘ মহাসচিবের   চাঁদপাশা হাইস্কুল ও কলেজের দরিদ্র শিক্ষার্থীদের পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ   জাপার প্রেসিডিয়াম সদস্য হলেন ফ্যাসিবাদবিরোধী নেতা ইকবাল হোসেন তাপস   আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ   ডিপিএলের তিন ম্যাচেই ব্যাটিং বিপর্যয়, তামিমের সেঞ্চুরি   শিক্ষার ভিত্তি প্রাথমিক শিক্ষা   বরিশাল বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোআ মাহফিল অনুষ্ঠিত   নজির আহাম্মদ সওঃ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টে সহিদ স্মৃতি একাদশ জয়ী   জাপা নেতা তাপসের পিতার ৮ম মৃত্যুবার্ষিকী পালন করল জাতীয় পার্টি   মিথ্যা ইতিহাস স্বর্ণখচিত অক্ষরে লেখার চেয়ে সত্যি ইতিহাস কয়লার কালি দিয়ে লেখাও উত্তম   দেশের সব মসজিদে এক পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান   নোমান ভাইয়ের অবদান আজও দরকার ছিল: আমীর খসরু   বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের জানাজায় লাখো মানুষের ঢল   নাহিদ ইসলামকে আহ্বায়ক করে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ