সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতেই অপপ্রচার, আইনকে ফাঁকি দিতে পারবেনা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতেই অপপ্রচার, আইনকে ফাঁকি দিতে পারবেনা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৫, ২০১৯ ১১:১৫ অপরাহ্ণ
A- A A+ Print

সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতেই অপপ্রচার, আইনকে ফাঁকি দিতে পারবেনা

সোহেল আহমেদ, দৈনিক বরিশাল ২৪.কম:বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতেই অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রিমহল। কিন্তু বরিশাল মেট্রো পুলিশ সজাগ রয়েছে। আতংক সৃষ্টি করার কাজে যারা লিপ্ত থাকেন তারা কেউ আইনকে ফাঁকি দিতে পারবে না।

পদ্মাসেতুতে কোন কিছুর প্রয়োজন নেই। পদ্মাসেতু নিয়ে যদি কেউ মিথ্যাচার করে পুলিশের কাছে ধরিয়ে দিন। বরিশাল নগরবাসী সচেতন থাকার কারনে এখানে কোন ধরনের অপ্রিতিকার ঘটনার জন্ম হতে পারে নাই।

আজ বৃহস্পতিবার (২৫ই) জুলাই বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গনসচেতনাতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত র‌্যালি ও উদ্বোধনকালীন সময়ে প্রধান অতিথিরবক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,বর্তমান সরকারে উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে তাকেহ বিভ্রান্ত ও গুজব ছড়িয়ে নস্যাৎ করতে পারবে না।

আর গুজবকারীরা এখানে কোন ধরনের আশ্রয়-পশ্রয় পাবেন না। তাই নগরবাশীকে বলব কেহ নগরীতে গুজব ছড়ানোর চেষ্টা করলে তাকে আইনের কাছে সোপদ্র করেন কেহ আইন হাতে তুলে নিবেন না।

গুজবকারীরা আইনের চেয়ে শক্তিশালি না। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাত ওদের চেয়ে অনেক বড়।এছাড়াও পুলিশ কমিশনার বলেন এখন থেকে নগর পুলিশের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডের বাস স্টেশন, লঞ্চঘাট, বাসা-বাড়ি সহ গুরুত্বস্থান, স্কুল ওকলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করা হবে।

 

অরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোক্তার হোসেন,উপ-পুলিশ কমিশনার (ডিবি) জাহাঙ্গীর মল্লিক,উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম,উপ-পুলিশ কমিশনার খান মোঃ আবুল হাসেম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্বাস হোসেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আকরাম হোসেন,সহকারী পুলিশ কমিশনার মোঃরাসেল আহমেদ ও সহকারী পুলিশ কমিশনার নাসির উদ্দিন মল্লিক।

এসময় আরো উপস্থিত ছিলেন শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসাইন,বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ সহ নগরীর বিভিন্ন সচেতন নগরবাসী।

প্রধান অতিথি সপ্তাহব্যাপি গনসচেতনতা -২০১৯ উপলক্ষে বেলন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন। পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান নেতৃত্ব দিয়ে নগরীতে এক বণ্যাঢ্য র‌্যালি বেড় করেন র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ করেন।

সম্পাদনায়:শামীম আহমেদ

দৈনিক বরিশাল ২৪

সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতেই অপপ্রচার, আইনকে ফাঁকি দিতে পারবেনা

বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০১৯ ১১:১৫ অপরাহ্ণ

সোহেল আহমেদ, দৈনিক বরিশাল ২৪.কম:বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতেই অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রিমহল। কিন্তু বরিশাল মেট্রো পুলিশ সজাগ রয়েছে। আতংক সৃষ্টি করার কাজে যারা লিপ্ত থাকেন তারা কেউ আইনকে ফাঁকি দিতে পারবে না।

পদ্মাসেতুতে কোন কিছুর প্রয়োজন নেই। পদ্মাসেতু নিয়ে যদি কেউ মিথ্যাচার করে পুলিশের কাছে ধরিয়ে দিন। বরিশাল নগরবাসী সচেতন থাকার কারনে এখানে কোন ধরনের অপ্রিতিকার ঘটনার জন্ম হতে পারে নাই।

আজ বৃহস্পতিবার (২৫ই) জুলাই বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গনসচেতনাতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত র‌্যালি ও উদ্বোধনকালীন সময়ে প্রধান অতিথিরবক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,বর্তমান সরকারে উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে তাকেহ বিভ্রান্ত ও গুজব ছড়িয়ে নস্যাৎ করতে পারবে না।

আর গুজবকারীরা এখানে কোন ধরনের আশ্রয়-পশ্রয় পাবেন না। তাই নগরবাশীকে বলব কেহ নগরীতে গুজব ছড়ানোর চেষ্টা করলে তাকে আইনের কাছে সোপদ্র করেন কেহ আইন হাতে তুলে নিবেন না।

গুজবকারীরা আইনের চেয়ে শক্তিশালি না। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাত ওদের চেয়ে অনেক বড়।এছাড়াও পুলিশ কমিশনার বলেন এখন থেকে নগর পুলিশের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডের বাস স্টেশন, লঞ্চঘাট, বাসা-বাড়ি সহ গুরুত্বস্থান, স্কুল ওকলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করা হবে।

 

অরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোক্তার হোসেন,উপ-পুলিশ কমিশনার (ডিবি) জাহাঙ্গীর মল্লিক,উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম,উপ-পুলিশ কমিশনার খান মোঃ আবুল হাসেম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্বাস হোসেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আকরাম হোসেন,সহকারী পুলিশ কমিশনার মোঃরাসেল আহমেদ ও সহকারী পুলিশ কমিশনার নাসির উদ্দিন মল্লিক।

এসময় আরো উপস্থিত ছিলেন শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসাইন,বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ সহ নগরীর বিভিন্ন সচেতন নগরবাসী।

প্রধান অতিথি সপ্তাহব্যাপি গনসচেতনতা -২০১৯ উপলক্ষে বেলন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন। পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান নেতৃত্ব দিয়ে নগরীতে এক বণ্যাঢ্য র‌্যালি বেড় করেন র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ করেন।

সম্পাদনায়:শামীম আহমেদ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ   দৈনিক কীর্তনখোলা পত্রিকায় যোগদান করলেন সিনিয়র সাংবাদিক একরাম   বরিশালে ধানের শীষের কান্ডারী আবারও সরোয়ার, কাশিপুরে মিষ্টি বিতরণ   ২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা, দেখুন তালিকা   নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ   বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় খালেদা জিয়াসহ ৯ নারী   পুনরায় চালু হচ্ছে ঢাকা-বরিশাল নৌরুটে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ   ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে : জামায়াত আমির   সাগরে লঘুচাপের শঙ্কা, এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি   নিরাপরাধ ব্যক্তিদের আইনগত সহায়তা দেবার আহবান জানালেন জাপা চেয়ারম্যান জিএম কাদের   বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন