সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতেই অপপ্রচার, আইনকে ফাঁকি দিতে পারবেনা

সোহেল আহমেদ, দৈনিক বরিশাল ২৪.কম:বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতেই অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রিমহল। কিন্তু বরিশাল মেট্রো পুলিশ সজাগ রয়েছে। আতংক সৃষ্টি করার কাজে যারা লিপ্ত থাকেন তারা কেউ আইনকে ফাঁকি দিতে পারবে না।
পদ্মাসেতুতে কোন কিছুর প্রয়োজন নেই। পদ্মাসেতু নিয়ে যদি কেউ মিথ্যাচার করে পুলিশের কাছে ধরিয়ে দিন। বরিশাল নগরবাসী সচেতন থাকার কারনে এখানে কোন ধরনের অপ্রিতিকার ঘটনার জন্ম হতে পারে নাই।
আজ বৃহস্পতিবার (২৫ই) জুলাই বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গনসচেতনাতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত র্যালি ও উদ্বোধনকালীন সময়ে প্রধান অতিথিরবক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,বর্তমান সরকারে উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে তাকেহ বিভ্রান্ত ও গুজব ছড়িয়ে নস্যাৎ করতে পারবে না।
আর গুজবকারীরা এখানে কোন ধরনের আশ্রয়-পশ্রয় পাবেন না। তাই নগরবাশীকে বলব কেহ নগরীতে গুজব ছড়ানোর চেষ্টা করলে তাকে আইনের কাছে সোপদ্র করেন কেহ আইন হাতে তুলে নিবেন না।
গুজবকারীরা আইনের চেয়ে শক্তিশালি না। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাত ওদের চেয়ে অনেক বড়।এছাড়াও পুলিশ কমিশনার বলেন এখন থেকে নগর পুলিশের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডের বাস স্টেশন, লঞ্চঘাট, বাসা-বাড়ি সহ গুরুত্বস্থান, স্কুল ওকলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করা হবে।
অরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোক্তার হোসেন,উপ-পুলিশ কমিশনার (ডিবি) জাহাঙ্গীর মল্লিক,উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম,উপ-পুলিশ কমিশনার খান মোঃ আবুল হাসেম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্বাস হোসেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আকরাম হোসেন,সহকারী পুলিশ কমিশনার মোঃরাসেল আহমেদ ও সহকারী পুলিশ কমিশনার নাসির উদ্দিন মল্লিক।
এসময় আরো উপস্থিত ছিলেন শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসাইন,বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ সহ নগরীর বিভিন্ন সচেতন নগরবাসী।
প্রধান অতিথি সপ্তাহব্যাপি গনসচেতনতা -২০১৯ উপলক্ষে বেলন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন। পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান নেতৃত্ব দিয়ে নগরীতে এক বণ্যাঢ্য র্যালি বেড় করেন র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ করেন।
সম্পাদনায়:শামীম আহমেদ