সাধারণ মানুষকে মারধরের অভিযোগে চট্টগ্রামে ৮ তরুণ গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে অস্ত্রসহ ৮ তরুণকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। তাদের বিরুদ্ধে এলাকায় মারামারি, অস্ত্র দেখিয়ে সাধারণ লোকজনকে ভয় দেখানো-মারধর, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ আছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) গভীর রাতে নগরীর আগ্রাবাদ মৌলভীপাড়া তিন রাস্তার মোড়ে একটি ভাঙ্গারি দোকানের পেছন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন।
গ্রেফতারকৃত ৮ জন হলো- সোহাগ বাদশা (২৪), মো. লিটন (২২), ইব্রাহীম খলিল (১৮), মো. সালাউদ্দিন (২২), কামরুল হাসান (২৮), মো. বাবু (২২), আব্দুল কাদের (২০) এবং মো. রবিন (২০)।
তাদের কাছ থেকে ১টি এলজি ও ১টি কার্তুজ, ১টি চাপাতি এবং ১টি ছোরা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ পরিদর্শক জহির হোসেন।