সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদকঃ সাবেক অর্থমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, খ্যাতনামা অর্থনীতিবিদ, ভাষা-সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আবুল মাল আবদুল মুহিত মৃত্যু বরণ করেছেন।( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন) ৩০ এপ্রিল দিবাগত রাত ১ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। দেশের প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে
গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল মহানগর জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস।
তিনি এক শোকবার্তায়, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।