সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুতে বিসিসি মেয়রের শোক প্রকাশ
ফারজানা ইয়াসমীন: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান,সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মাদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বিসিসির মিডয়িা সেল অনলাইনে এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় এরশাদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোক সন্তোপ্ত পবিরারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মেয়র।
উল্লেখ্য, আজ রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এইচ এম এরশাদ। তার মৃত্যুতে জাপার নেতাকর্মীসমর্থকরা মর্মাহত।