সার্জেন্ট কিবরিয়ার মৃত্যুতে বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ‘র শোক
নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত সার্জেন্ট গোলাম কিবরিয়ার দুর্ঘটনাজনিত অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এক শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বলেন সার্জেন্ট কিবরিয়ার এই অকাল মৃত্যুতে একটি সুন্দর আগামীর মৃত্যু হয়েছে। শোক বিবৃতিতে মেয়র সাদিক আবদুল্লাহ শোকাহত পরিবার ও মরহুমের শুভানুধ্যায়ী সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য সার্জেন্ট কিবরিয়ার আহত হওয়ার খবর পেয়ে সোমবার রাতে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ঢাকা মেডিকেলে ছুটে যান। এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।
সার্জেন্ট গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। তার বাড়ি পটুয়াখালী জেলায়। আটক যমুনা গ্রুপের কাভার্ডভ্যানচালক মো. জলিল মিয়া টাঙ্গাইলের মির্জাপুর এলাকার মৃত জলিল সিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কর্নকাঠী জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া। বেলা সোয়া ১২টার দিকে পটুয়াখালীগামী যমুনা গ্রুপের গাড়ি বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো উ-১২-২০৫৪) থামার সংকেত দেন সার্জেন্ট কিবরিয়া।
কাভার্ডভ্যানটি ট্রাফিকের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সার্জেন্ট কিবরিয়া একটি মোটরসাইকেলে ধাওয়া করে কাভার্ডভ্যানটির সামনে গিয়ে ফের তাকে থামার সংকেত দেন। কাভার্ডভ্যানচালক জলিল মিয়া এ সময় মোটরসাইকেল আরোহী সার্জেন্ট কিবরিয়াকে ধাক্কা দিয়ে ফেলে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করেন। খবর পেয়ে পার্শ্ববর্তী ঝালকাঠির নলছিটি থানা পুলিশ ধাওয়া করে চালক জলিল সিকদারসহ কাভার্ডভ্যানটি আটক করে।
এদিকে পুলিশ সার্জেন্ট গোলাম কিবরিয়ার অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল থেকে বিকেল সোয়া ৫টার দিকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।