সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সাংবাদিক দম্পতি নিহত
পুলিশ জানায়, অটোরিকশায় করে শহরে যাচ্ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম ও তার স্ত্রী মোরশেদা খাতুন। পথে অটোরিকশাটিকে ধাক্কা দেয় সাকলাইন পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই মোরশেদা নিহত হন।
পরে আহত দু’জনকে উদ্ধার বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রফিকুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত রফিকুল বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা’র রায়গঞ্জ প্রতিনিধি ছিলেন।