‘সুন্দরবনের ক্ষতি হয় এমন কোন কাজ কেউ করবেননা’
শেখ রাফসান,(মোংলা) খুলনা থেকে: বাঘ বাঁচলে বাঁচবে বন রক্ষা হবে সুন্দরবন এই স্লোগানকে সামনে রেখে আজ মোংলা উপজেলায় বাঘ দিবস পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান। প্রধান অতিথি বলেন বলেন বাঘ বাঁচাতে হলে আগে সুন্দরবনকে বাঁচাতে হবে। সুন্দরবন না থাকলে বাঘ থাকবে না।
তাই আমাদের সকলকের দায়িত্ব সুন্দরবনকে রক্ষা করা। আজ থেকে শপথ নিতে হবে সুন্দরবনের কেউ কোন প্রকার ক্ষতি করব না। বিষ দিয়ে মাছ ধরবো না।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাম কৃষ্ণ মোহন্ত (কনজারভেশন ম্যানেজার, ওয়াইল্ডটিম), সৌরভ বাগচী রাতুল (প্রোগ্রাম অফিসার, ওয়াইল্ডটিম), সৈয়দ তানভীর হোসেন, প্রোগ্রাম অফিসার, ওয়াইল্ডটিম), মোঃ মিজানুর রহমান (ফিল্ড অফিসার), মোঃ তানভীর খান (ফিল্ড এসিসট্যান্ট, ওয়াইল্ডটিম), মোঃ হানিফ মল্লিক, ওয়াইল্ডটিম), মোঃ সাইফুল ইসলাম (ফিল্ড ফ্যাসিলিটেটর, ওয়াইল্ডটিম)। এছাড়াও ভিটিআরটি, বাঘবন্ধু ও টাইগারস্কাউট উপস্থিত ছিলেন।