সুন্দরবন থেকে মৃত্যু বাঘ উদ্ধার
শেখ রাফসান, বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার। সুন্দরবনের পূর্ব শরণখোলা রেঞ্জের চাপড়াখালী এলাকায় বনের মধ্য থেকে একটি মৃত বাঘ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে চাপড়াখালী এলাকায় টহলের সময় বনরক্ষীরা মৃত বাঘটিকে দেখতে পেয়ে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান মোংলা পোর্ট প্রেস ক্লাব কে জানান, মঙ্গলবার দুপুরে সুন্দরবন থেকে মৃত বাঘটি উদ্ধার করা হয়।
পরে বুধবার (২১আগস্ট) দুপুরে শরণখোলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তিনি জানান, বাঘটির ময়না-তদন্তের জন্য কাজ শুরু হয়েছে, ময়না-তদন্তের পর বিস্তারিত জানানো হবে।