সুবিধাবাদীদের ‘গাত্রদাহ’ জাপায়
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলটির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) দায়িত্ব পাওয়া এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের পদোন্নতি সুবিধাবাদীদের ‘গাত্রদাহ’ বলে মনে করেন দলটির নেতারা।
তাদের মতে, জাতীয় পার্টিতে বিভক্তির কোনো সুযোগ নেই। দলের মধ্যে ঐক্য রয়েছে। বিভিন্ন সময় দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের অনুসারী পরিচয়ে সুবিধাবাদী একটি গ্রুপ সক্রিয়। তারা সবসময় এবং যেকোনো উপায়ে সুবিধা নিতে চায়। এজন্য তারা দলের শীর্ষপর্যায়ে বিভক্তির চেষ্টা করেন। কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে, দলের শীর্ষ ওই তিন নেতার মধ্যে কোনো দূরত্ব নেই- এমন মত জাপা নেতাদের।