সেচ্ছাসেবী সংগঠন এইড বাংলা'র আয়োজনে বরিশালে তালের বীজ রোপন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সেচ্ছাসেবী সংগঠন এইড বাংলা'র আয়োজনে বরিশালে তালের বীজ রোপন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৪, ২০১৯ ৮:২০ অপরাহ্ণ
A- A A+ Print

সেচ্ছাসেবী সংগঠন এইড বাংলা’র আয়োজনে বরিশালে তালের বীজ রোপন

প্রিন্স তালুকদার, বাবুগঞ্জ অফিস: বিশ্বব্যাপী জলবায়ুর বিরূপ প্রভাব রোধে সৃষ্ট দুর্যোগ ও বজ্রপাত থেকে বাঁচতে বরিশালের লাকুটিয়ায় তাল বীজ রোপন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন এইড বাংলার আয়োজনে শুক্রবার বিকেলে বরিশালের লাকুটিয়া সড়কের নির্মানাধীন পঞ্চায়েত রিসোর্টের বিভিন্ন স্থানে এ তাল বীজ রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘এইড বাংলা’র উপদেষ্টা বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম হাওলাদার, পি আর সি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক আবু আহম্মেদ আল মামুন, সমাজসেবক মামুন অর রশিদ, এইড বাংলা’র চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ সুমন মীর, মহাসচিব মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান হুমায়ন কবির, যুগ্ন মহাসচিব সাইফুল ইসলাম, পরিচালক (অর্থ) আবদুর রাজ্জাক সুমন মল্লিক।

এছাড়াও বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক আবুল হাসানাত, পরিচালক মাওলানা তোফাজ্জেল হোসেন, মাওলানা সরোয়ার হোসেন, সোহেল রানা, রুহুল আমিন (লিটন হাওলাদার), নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, সুমন মোল্লা, মুজাম্মেল কাজী, আরিফুর রহমান হাওলাদার, খোকন কাজী, আরিফুর রহমান, ফয়ছাল আহম্মেদ, ফাহাদ হাসান, হাবীবুর রহমান, জুয়েল গাজী, সুমন মাঝি, আব্বাস ঢালী, শাওন মোল্লা, ইমরান হোসেন, নির্বাহী পরিচালক সাংবাদিক প্রিন্স তালুকদার সহ এলাকার ব্যক্তিবর্গ।

এইড বাংলা’র চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ সুমন মীর বলেন, তাল বীজ রোপন কর্মসূচি হিসেবে এক হাজার বীজ রোপন করা হবে। তারই অংশ হিসেবে আজ বরিশালের লাকুটিয়া সড়কের নির্মানাধীন পঞ্চায়েত রিসোর্টের বিভিন্ন স্থানে এ তাল বীজ রোপন করা হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে তাল বীজ রোপন করা হবে।

সংগঠনের মহাসচিব বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক মনিরুজ্জামান মনির বলেন, বজ্রপাতের পরিমান আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ও ঝুঁকি বেড়েছে। গ্রামেগঞ্জে প্রচুর পরিমানে তালগাছ গাছ থাকলে বজ্রপাতে মৃত্যুহার কমানো সম্ভব।

এইড বাংলা’র নির্বাহী পরিচালক প্রিন্স তালুকদার বলেন, থাইল্যান্ডে তাল গাছ লাগিয়ে বজ্রপাতে মৃত্যুও সংখ্যা কমিয়ে আনা হয়েছে। পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষায় বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কতৃপক্ষ (বিএমডিএ) ২০০৮ সাল থেকে প্রায় ৭২০ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে লাগানো হয়েছে ৩০ লাখের বেশি তালগাছ।

ভিক্ষুক বৃদ্ধ গহের আলীর সামর্থ্য ছিল না অন্য ফলজ বা দামি বনজ গাছের চারা কেনার। তিনি চাল-ডাল আর তালের আঁটি ভিক্ষে হিসেবে সংগ্রহ করে আঁটি পুঁতে দিয়েছিলেন সরকারি রাস্তার দুই পাশে। প্রখর রোদে পথচারীদের কষ্টের কথা চিন্তা করে গহের আলীর তালগাছ লাগানোর কাজ শুরু করেন।

রাজশাহী নওগাঁ মহাসড়কের ভিমপুর ইউনিয়নের দুই পাশে দাঁড়িয়ে আছে যে তালগাছগুলো তার সবই গহের আলীর লাগানো। ইত্যাদিতে প্রচারের পর সেই বছরেরই ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রথমবারের মতো জাতীয় পরিবেশ পদক-২০০৯ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ গ্রহন করেন।

২৭ ডিসেম্বর ২০১০ সালে তিনি বার্ধক্যজনিত রোগে তিনি মৃত্যুবরণ করেন। মানুষ ইচ্ছা করলে সমাজ ও দেশকে কতভাবেই না কতকিছু দিতে পারে। গহের আলী, ইরোজ স্যার এবং নাঈম রেজার মতো হয়তো আরো অনেকেই নিভৃতে এমন সামাজিক কাজ করে চলেছেন।

দৈনিক বরিশাল ২৪

সেচ্ছাসেবী সংগঠন এইড বাংলা’র আয়োজনে বরিশালে তালের বীজ রোপন

শনিবার, আগস্ট ২৪, ২০১৯ ৮:২০ অপরাহ্ণ

প্রিন্স তালুকদার, বাবুগঞ্জ অফিস: বিশ্বব্যাপী জলবায়ুর বিরূপ প্রভাব রোধে সৃষ্ট দুর্যোগ ও বজ্রপাত থেকে বাঁচতে বরিশালের লাকুটিয়ায় তাল বীজ রোপন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন এইড বাংলার আয়োজনে শুক্রবার বিকেলে বরিশালের লাকুটিয়া সড়কের নির্মানাধীন পঞ্চায়েত রিসোর্টের বিভিন্ন স্থানে এ তাল বীজ রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘এইড বাংলা’র উপদেষ্টা বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম হাওলাদার, পি আর সি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক আবু আহম্মেদ আল মামুন, সমাজসেবক মামুন অর রশিদ, এইড বাংলা’র চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ সুমন মীর, মহাসচিব মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান হুমায়ন কবির, যুগ্ন মহাসচিব সাইফুল ইসলাম, পরিচালক (অর্থ) আবদুর রাজ্জাক সুমন মল্লিক।

এছাড়াও বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক আবুল হাসানাত, পরিচালক মাওলানা তোফাজ্জেল হোসেন, মাওলানা সরোয়ার হোসেন, সোহেল রানা, রুহুল আমিন (লিটন হাওলাদার), নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, সুমন মোল্লা, মুজাম্মেল কাজী, আরিফুর রহমান হাওলাদার, খোকন কাজী, আরিফুর রহমান, ফয়ছাল আহম্মেদ, ফাহাদ হাসান, হাবীবুর রহমান, জুয়েল গাজী, সুমন মাঝি, আব্বাস ঢালী, শাওন মোল্লা, ইমরান হোসেন, নির্বাহী পরিচালক সাংবাদিক প্রিন্স তালুকদার সহ এলাকার ব্যক্তিবর্গ।

এইড বাংলা’র চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ সুমন মীর বলেন, তাল বীজ রোপন কর্মসূচি হিসেবে এক হাজার বীজ রোপন করা হবে। তারই অংশ হিসেবে আজ বরিশালের লাকুটিয়া সড়কের নির্মানাধীন পঞ্চায়েত রিসোর্টের বিভিন্ন স্থানে এ তাল বীজ রোপন করা হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে তাল বীজ রোপন করা হবে।

সংগঠনের মহাসচিব বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক মনিরুজ্জামান মনির বলেন, বজ্রপাতের পরিমান আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ও ঝুঁকি বেড়েছে। গ্রামেগঞ্জে প্রচুর পরিমানে তালগাছ গাছ থাকলে বজ্রপাতে মৃত্যুহার কমানো সম্ভব।

এইড বাংলা’র নির্বাহী পরিচালক প্রিন্স তালুকদার বলেন, থাইল্যান্ডে তাল গাছ লাগিয়ে বজ্রপাতে মৃত্যুও সংখ্যা কমিয়ে আনা হয়েছে। পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষায় বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কতৃপক্ষ (বিএমডিএ) ২০০৮ সাল থেকে প্রায় ৭২০ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে লাগানো হয়েছে ৩০ লাখের বেশি তালগাছ।

ভিক্ষুক বৃদ্ধ গহের আলীর সামর্থ্য ছিল না অন্য ফলজ বা দামি বনজ গাছের চারা কেনার। তিনি চাল-ডাল আর তালের আঁটি ভিক্ষে হিসেবে সংগ্রহ করে আঁটি পুঁতে দিয়েছিলেন সরকারি রাস্তার দুই পাশে। প্রখর রোদে পথচারীদের কষ্টের কথা চিন্তা করে গহের আলীর তালগাছ লাগানোর কাজ শুরু করেন।

রাজশাহী নওগাঁ মহাসড়কের ভিমপুর ইউনিয়নের দুই পাশে দাঁড়িয়ে আছে যে তালগাছগুলো তার সবই গহের আলীর লাগানো। ইত্যাদিতে প্রচারের পর সেই বছরেরই ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রথমবারের মতো জাতীয় পরিবেশ পদক-২০০৯ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ গ্রহন করেন।

২৭ ডিসেম্বর ২০১০ সালে তিনি বার্ধক্যজনিত রোগে তিনি মৃত্যুবরণ করেন। মানুষ ইচ্ছা করলে সমাজ ও দেশকে কতভাবেই না কতকিছু দিতে পারে। গহের আলী, ইরোজ স্যার এবং নাঈম রেজার মতো হয়তো আরো অনেকেই নিভৃতে এমন সামাজিক কাজ করে চলেছেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ