সেনাপ্রধান থেকে রাষ্ট্রনায়ক এরশাদ ছিলেন ফুটবল দলের অধিনায়ক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সেনাপ্রধান থেকে রাষ্ট্রনায়ক এরশাদ ছিলেন ফুটবল দলের অধিনায়ক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৫, ২০১৯ ১:৪৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

সেনাপ্রধান থেকে রাষ্ট্রনায়ক এরশাদ ছিলেন ফুটবল দলের অধিনায়ক

দেশের ক্রীড়াঙ্গনে বেশ অবদান রেখেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। সেনাপ্রধান থেকে রাষ্ট্রনায়ক হওয়া ক্রীড়ানুরাগী এরশাদ ছিলেন একজন জাদরেল ফুটবলার।

লেফটেন্যান্ট পদে থেকেই সেনাবাহিনীর পূর্ব পাকিস্তান ফুটবল দলের অধিনায়ক ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ।

গত ফুটবল বিশ্বকাপের আগে যুগান্তরকে দেয়া একান্ত সাক্ষাৎকারকে এরশাদ বলেন, লেফটেন্যান্ট পদে থেকেই সেনাবাহিনীর পূর্ব পাকিস্তান ফুটবল দলের অধিনায়ক ছিলাম আমি।

সাবেক সেনাপ্রধান এরশাদ ওই সময়কার ফুটবল স্মৃতি রোমান্থন করে তিনি বলেন, সাত থেকে আটবার দল নিয়ে পশ্চিম পাকিস্তানে খেলতে গেছি। তখন পাকিস্তানে যেতে জাহাজে আট থেকে ১০ দিন লেগে যেত। সমুদ্রে প্রচণ্ড ঢেউ হতো, তখন অনেক খেলোয়াড় খেতে পারত না। অনেকেই অসুস্থ হয়ে পড়ত, বমি করত। জাহাজে আমরা খেতেই পারতাম না, তাই ভাত খেতে শুঁটকি ও মরিচ নিয়ে যেতাম।

ফুটবল খেলার স্মৃতিচারণ করে যুগন্তারকে এরশাদ বলেছিলেন, জাহাজ থেকে নেমে সবারই অসুস্থতায় ওজন কমে যেত। তাই একটি ম্যাচও জিততে পারিনি পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে। কিন্তু খেলায় নৈপুণ্য আর নেতৃত্বের কারণে পাকিস্তান সেনাবাহিনী ফুটবল দলে অধিনায়ক করা হয় আমাকে। পাকিস্তান ফুটবল দল নিয়ে একবার ইরানে গিয়েছিলাম খেলতে, কিন্তু তখন সেনাবাহিনীতেও বৈষম্য ছিল। বাঙালি হওয়ার কারণে ইরানের মাঠে আমাকে সাইড লাইনে বসিয়ে রাখা হয়েছিল।

ফরোয়ার্ডে পজিশনে খেলা এরশাদ বলেছিলেন, আমাদের সেই সময়ের ফুটবল তো আর এখন নেই। এখন ক্রিকেট নিয়েই চিন্তাভাবনা চলছে। ফুটবলের চেয়ে ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নিজের অবদান নিয়ে এরশাদ জানিয়েছিলেন, আমি দেশের খেলাধুলার উন্নয়নে বিকেএসপি গড়েছি। বর্তমান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এটি অসম্পূর্ণ ছিল। টিনের বেড়া ছিল, আমি সংস্কার করেছি। সেখানে প্রতি বছর আবাহনী-মোহামেডানের সমর্থকরা খেলা শেষে মারামারি করত। আশপাশের দোকানপাটে হামলা হতো। তাই মিরপুরে আমরা একটি ফুটবল স্টেডিয়াম তৈরি করি। যেটি এখন শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম নামে পরিচিত।

দৈনিক বরিশাল ২৪

সেনাপ্রধান থেকে রাষ্ট্রনায়ক এরশাদ ছিলেন ফুটবল দলের অধিনায়ক

সোমবার, জুলাই ১৫, ২০১৯ ১:৪৪ পূর্বাহ্ণ

দেশের ক্রীড়াঙ্গনে বেশ অবদান রেখেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। সেনাপ্রধান থেকে রাষ্ট্রনায়ক হওয়া ক্রীড়ানুরাগী এরশাদ ছিলেন একজন জাদরেল ফুটবলার।

লেফটেন্যান্ট পদে থেকেই সেনাবাহিনীর পূর্ব পাকিস্তান ফুটবল দলের অধিনায়ক ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ।

গত ফুটবল বিশ্বকাপের আগে যুগান্তরকে দেয়া একান্ত সাক্ষাৎকারকে এরশাদ বলেন, লেফটেন্যান্ট পদে থেকেই সেনাবাহিনীর পূর্ব পাকিস্তান ফুটবল দলের অধিনায়ক ছিলাম আমি।

সাবেক সেনাপ্রধান এরশাদ ওই সময়কার ফুটবল স্মৃতি রোমান্থন করে তিনি বলেন, সাত থেকে আটবার দল নিয়ে পশ্চিম পাকিস্তানে খেলতে গেছি। তখন পাকিস্তানে যেতে জাহাজে আট থেকে ১০ দিন লেগে যেত। সমুদ্রে প্রচণ্ড ঢেউ হতো, তখন অনেক খেলোয়াড় খেতে পারত না। অনেকেই অসুস্থ হয়ে পড়ত, বমি করত। জাহাজে আমরা খেতেই পারতাম না, তাই ভাত খেতে শুঁটকি ও মরিচ নিয়ে যেতাম।

ফুটবল খেলার স্মৃতিচারণ করে যুগন্তারকে এরশাদ বলেছিলেন, জাহাজ থেকে নেমে সবারই অসুস্থতায় ওজন কমে যেত। তাই একটি ম্যাচও জিততে পারিনি পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে। কিন্তু খেলায় নৈপুণ্য আর নেতৃত্বের কারণে পাকিস্তান সেনাবাহিনী ফুটবল দলে অধিনায়ক করা হয় আমাকে। পাকিস্তান ফুটবল দল নিয়ে একবার ইরানে গিয়েছিলাম খেলতে, কিন্তু তখন সেনাবাহিনীতেও বৈষম্য ছিল। বাঙালি হওয়ার কারণে ইরানের মাঠে আমাকে সাইড লাইনে বসিয়ে রাখা হয়েছিল।

ফরোয়ার্ডে পজিশনে খেলা এরশাদ বলেছিলেন, আমাদের সেই সময়ের ফুটবল তো আর এখন নেই। এখন ক্রিকেট নিয়েই চিন্তাভাবনা চলছে। ফুটবলের চেয়ে ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নিজের অবদান নিয়ে এরশাদ জানিয়েছিলেন, আমি দেশের খেলাধুলার উন্নয়নে বিকেএসপি গড়েছি। বর্তমান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এটি অসম্পূর্ণ ছিল। টিনের বেড়া ছিল, আমি সংস্কার করেছি। সেখানে প্রতি বছর আবাহনী-মোহামেডানের সমর্থকরা খেলা শেষে মারামারি করত। আশপাশের দোকানপাটে হামলা হতো। তাই মিরপুরে আমরা একটি ফুটবল স্টেডিয়াম তৈরি করি। যেটি এখন শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম নামে পরিচিত।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ