স্বজনরা সরে গেলেন, করোনার মৃত নারীকে গোসল করালেন ইউএনও
অনলাইন নিs্জি: পিরোজপুরের কাউখালীতে করোনায় মারা যাওয়া নারীকে গোসল করিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা।
মৃত নারীর মরদেহ বাড়িদে নিয়ে আসা হলে তার স্বজনরা যখন দূরে সরে যান, তখন ইউএনও খালেদা খাতুনই গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে দেন মৃতদেহে।
কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামের সোলায়মান হোসেনের স্ত্রী রেখা বেগম শুক্রবার বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলে তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু দাফনের সময় গোসল করানোর জন্য কাউকে পাওয়া যায়নি।
এ কথা জানার সঙ্গে সঙ্গে ইউএনও খালেদা খাতুন ওই বাড়িতে যান। পরে ওই নারীকে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে দেন।
করোনাভাইরাস মহামারি শুরুর পর দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা, শিক্ষার্থীদের জন্য পড়াশোনার উপকরণ পৌঁছে দিচ্ছেন তিনি। পাশাপাশি নদীবিধৌত এই উপজেলায় রোগী পরিবহনের জন্য নৌ অ্যাম্বুলেন্সের বন্দোবস্তও করেছেন তিনি।সূত্র:সমকাল