স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে লাখুটিয়া সড়কে জেব্রা ক্রসিং কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধিঃ বাবুগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন সজাগ এর উদ্যোগে লাকুটিয়া বাবুগঞ্জ সড়কে ছাএ ছাএীদেরকে নিরাপদে রাস্তা পারাপার করার সুবিধার জন্য জেব্রা ক্রসিং কাজের শুভ উদ্ভোধন করেন চাঁদপাশা হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মোসাঃতহমিনা আক্তার।
গতকাল মঙ্গলবার সকালে চাঁদপাশা হাইস্কুল ও কলেজের সামনে জেব্রা ক্রসিং এর কাজের শুভ উদ্ভোধন অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন সজাগের সভাপতি মোঃপ্রভাষক মনিরুল ইসলাম, পি আর সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃরফিকুল ইসলাম,প্রভাষক মোঃআমিনুর রহমান শামীম,সহকারি প্রধান শিক্ষক মোঃআনোয়ার হোসেন,মোঃইমাম হাসান,মোঃআল আমিন, রাহাত মাহামুদ,মোঃইব্রাহিম,মোঃতৌকির ,মোঃআবুল হোসেন,ইঞ্জিনিয়ার মোঃনয়ন,মোঃইকবাল,মোঃরেদোয়ান হোসেন,মোঃসাগর ,ইয়াছিন,ইকবাল ,মিরাজ হোসেন প্রমুখ।
এর আগে এক আলোচনা সভায় বক্তারা বলেন,রাস্তা পারাপারের জন্য জেসকল জেব্রা ক্রসিং রয়েছে তাহা চোখে পড়েনা । তাই বিভিন্ন সময়ে র্দূঘটনা ঘটে ,তাই এসমস্যা দূর করতে এগুলো রঙিন করা হয়েছে।
সজাগের এ আয়োজনকে এলাকাবাসী ধন্যবাদ জানান।