হঠাৎ চাকরি গেলে যা করবেন
অনলাইন নিউজ: হঠাৎ করেই অনেক সময় চাকরি চলে যায়। চাকরি চলে গেলে অবশ্যই চিন্তার কারণ। বিশেষ করে যাদের সংসার আছে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা।
হতাশ হবেন না। মনে রাখবেন অনেক সময় ব্যর্থতাই হয়তো আপনাকে পৌঁছে দেবে সাফল্যের চূড়ায়।চাকরি চলে গেলে হতাশা কাটানোর পাশাপাশি নিজেকে নতুন করে প্রস্তুত করতে কিছু কাজ আপনাকে করতে হবে।
আসুন জেনে চাকরি চলে গেলে কী করবেন?
১.নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখুন। পরিশ্রম করলে ও চেষ্টা অব্যাহত রাখলে একদিন না একদিন সফল হবেন।
২. চাকরি চলে গেলে অস্থায়ী কাজ খোঁজা শুরু করেন।এতে আর্থিক টানাপোড়েনের সমস্যা যেমন সমাধান হবে তেমনি কাজে ব্যস্ত থাকলে মাথায় নেতিবাচক চিন্তা আসবে না।
৩. অস্থায়ী কোনো কাজ যদি নিষ্ঠার সঙ্গে করেন তবে তাতেও সাফল্য আসতে পারে। কারণ সব অফিসই দক্ষ ও পরিশ্রমী কর্মীকে ধরে রাখার চেষ্টা করে।
৪. চাকরি না থাকলে ওই সময়ে নিজের দক্ষতা বাড়াতে পড়াশোনা বা ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কোর্স করতে পারেন।
৫. চাকরি গেলে ব্যবসার প্রতি মনোযোগ বাড়াতে পারেন। এতে আপনার আয় বাড়বে ও স্বাধীনতা ভোগ করতে পারবেন।
৬. বন্ধু-বান্ধব ও পুরোনো সহকর্মীদের সঙ্গে যোগাযোগে রাখুন।নতুন চাকরির বিষয়ে খোঁজ নিন।
তথ্যসূত্র:ক্যারিয়ার বিল্ডার ও দ্য মুজে