হাজারও মানুষের উপকারী বন্ধু হাদীউজ্জামান সাহায্যপ্রার্থী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪হাজারও মানুষের উপকারী বন্ধু হাদীউজ্জামান সাহায্যপ্রার্থী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৬, ২০১৯ ২:৩৬ অপরাহ্ণ
A- A A+ Print

হাজারও মানুষের উপকারী বন্ধু হাদীউজ্জামান সাহায্যপ্রার্থী

নিজস্ব প্রতিবেদক:  বরিশাল বিশ্ববিদ্যালয় এর সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, ”বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট” এর যুগ্ম-সাধারণ সম্পাদক Gazi Hadiuzzaman GBS ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে ঢাকার Neuroscience Hospital এ ভর্তি আছেন। ভাইরাসের ইনফেকশন এর জন্য তাঁর শরীরের নিম্ন অংশ থেকে প্যারালাইজড হয়ে ধীরে ধীরে সমস্ত শরীরে ছড়িয়ে পরছে। এ অবস্থায় ডাক্তার বলেছিলেন তাঁর শরীরের রক্ত পরিবর্তন করতে হবে।

সেক্ষেত্রে ১৬ ব্যাগ O- রক্ত প্রয়োজন ছিলো, যা আপনাদের সাহায্যে অতি অল্প সময়েই ম্যানেজ হয়েছিলো। কিন্তু তাঁর শরীরে এ্যাজমা, এলার্জি জনিত সমস্যা ও কিডনি ইনফেকশনের কারনে দায়িত্বরত ডাক্তার আজ (০৫/০৭/২০১৯) সকাল ১১ টার দিকে জানান তাঁর শরীরের রক্ত পরিবর্তন সম্ভব নয়।

এমতাবস্থায় একমাত্র উপায় হলো ভ্যাকসিন । ৫ দিনে মোট ৫ টি ভ্যাকসিন দিতে হবে, যার প্রতিটির মূল্য ১ লক্ষ ৪৮ হাজার ৩০০ টাকা। যার সম্পূর্ণ ব্যায়ভার তাঁর পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। আত্মীয়দের সহায়তায় তাঁর পরিবার সর্বসাকুল্যে মাত্র ৪ লক্ষ টাকা যোগান দিতে পারবে।

গাজী হাদীউজজ্জামানের বাবা তাঁর আড়াই বছর বয়সে মারা যাওয়ায় হাদীউজ্জামানের পরিবার অস্বচ্ছল হয়ে আত্মীয়দের উপর নির্ভরশীল হয়ে পরে। আত্মীয়দের সহায়তায় লেখাপড়া করে সে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এমতাবস্থায়, তাঁর পরিবারের মতো একটি অস্বচ্ছল পরিবারের পক্ষে এত টাকা বহন করা সম্ভব নয়।

হাদীউজ্জামানের পরিচয় ও কিছু কথাঃ গাজী হাদীউজজ্জামান একজন পুরোদস্তুর পরার্থপর মানুষ। মানুষের সেবাই তার ব্রত। বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয়ের হয়ে তিনি শুরু থেকেই শত শত মুমূর্ষু রোগীকে রক্ত সংগ্রহ করে দিয়ে বেঁচে থাকতে সহায়তা করেছে। নিজের শরীরের রক্ত দিয়েছে। এছাড়াও বন্যার্তদের জন্য ত্রান কার্যক্রম, নিজের এলাকায় প্রথমবারের মত বিন্যমুল্যের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, অস্বচ্ছল মানুষদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ, শীতার্তদের শীতের পোশাক বিতরণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে সে যুক্ত ছিলো।

আজ তাঁর জীবনের ক্রান্তিকালে আমরাই তার পাশে দাড়াবো। এরকম একজন হাদীউজজ্জামানের সুস্থ হয়ে ওঠা ও বেঁচে থাকা আমাদের দেশের জন্য দরকার। মানব সভ্যতার জটিল প্রক্রিয়া যেখানে মানুষ অনেক বেশি আত্ম-কেন্দ্রিক, স্বার্থান্ধ হয়ে পরেছে সেখানে একজন হাদীউজ্জামানের হারিয়ে যাওয়া আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি।
তাই অনুরোধ জানাচ্ছি আপনি, আমি, আমরা সবাই মিলে হাতে হাত রেখে একজন হাদীউজ্জামানের পাশে দাড়াই।
_______________________
অার্থিক সাহায্যের জন্যঃ
১।বাকী বিল্লাহঃ 01980752106 (বিকাশ
২। ছাকিবঃ 01622425606 (বিকাশ)
৩। তাহসিনাঃ 017090142949 (রকেট)
৪। সানজিদাঃ 015152818893 (রকেট)

________________________
যোগাযোগঃ
১। আনোয়ার(রোগীর মামা) : 01716-971053
২। মেরিনাঃ +8801641463039
৩। তৌফিক ওমরঃ +8801706944677
৪। বাহউদ্দিন আবিরঃ +8801837941538
৫। সাগর আহমেদঃ +880 1762-103403
৬। মাহমুদ অর্ক্যঃ +8801777047979
৭। ফারজানা ফেরদৌসঃ +8801701736125
৮। মুজাহিদ তিমুঃ +88001771933271
৯।ওয়াহিদুল ইসলামঃ+880 1949229519

তথ্যসূত্র: তানজিল শুভ

সংবাদটি শেয়ার করুন।

দৈনিক বরিশাল ২৪

হাজারও মানুষের উপকারী বন্ধু হাদীউজ্জামান সাহায্যপ্রার্থী

শনিবার, জুলাই ৬, ২০১৯ ২:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:  বরিশাল বিশ্ববিদ্যালয় এর সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, ”বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট” এর যুগ্ম-সাধারণ সম্পাদক Gazi Hadiuzzaman GBS ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে ঢাকার Neuroscience Hospital এ ভর্তি আছেন। ভাইরাসের ইনফেকশন এর জন্য তাঁর শরীরের নিম্ন অংশ থেকে প্যারালাইজড হয়ে ধীরে ধীরে সমস্ত শরীরে ছড়িয়ে পরছে। এ অবস্থায় ডাক্তার বলেছিলেন তাঁর শরীরের রক্ত পরিবর্তন করতে হবে।

সেক্ষেত্রে ১৬ ব্যাগ O- রক্ত প্রয়োজন ছিলো, যা আপনাদের সাহায্যে অতি অল্প সময়েই ম্যানেজ হয়েছিলো। কিন্তু তাঁর শরীরে এ্যাজমা, এলার্জি জনিত সমস্যা ও কিডনি ইনফেকশনের কারনে দায়িত্বরত ডাক্তার আজ (০৫/০৭/২০১৯) সকাল ১১ টার দিকে জানান তাঁর শরীরের রক্ত পরিবর্তন সম্ভব নয়।

এমতাবস্থায় একমাত্র উপায় হলো ভ্যাকসিন । ৫ দিনে মোট ৫ টি ভ্যাকসিন দিতে হবে, যার প্রতিটির মূল্য ১ লক্ষ ৪৮ হাজার ৩০০ টাকা। যার সম্পূর্ণ ব্যায়ভার তাঁর পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। আত্মীয়দের সহায়তায় তাঁর পরিবার সর্বসাকুল্যে মাত্র ৪ লক্ষ টাকা যোগান দিতে পারবে।

গাজী হাদীউজজ্জামানের বাবা তাঁর আড়াই বছর বয়সে মারা যাওয়ায় হাদীউজ্জামানের পরিবার অস্বচ্ছল হয়ে আত্মীয়দের উপর নির্ভরশীল হয়ে পরে। আত্মীয়দের সহায়তায় লেখাপড়া করে সে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এমতাবস্থায়, তাঁর পরিবারের মতো একটি অস্বচ্ছল পরিবারের পক্ষে এত টাকা বহন করা সম্ভব নয়।

হাদীউজ্জামানের পরিচয় ও কিছু কথাঃ গাজী হাদীউজজ্জামান একজন পুরোদস্তুর পরার্থপর মানুষ। মানুষের সেবাই তার ব্রত। বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয়ের হয়ে তিনি শুরু থেকেই শত শত মুমূর্ষু রোগীকে রক্ত সংগ্রহ করে দিয়ে বেঁচে থাকতে সহায়তা করেছে। নিজের শরীরের রক্ত দিয়েছে। এছাড়াও বন্যার্তদের জন্য ত্রান কার্যক্রম, নিজের এলাকায় প্রথমবারের মত বিন্যমুল্যের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, অস্বচ্ছল মানুষদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ, শীতার্তদের শীতের পোশাক বিতরণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে সে যুক্ত ছিলো।

আজ তাঁর জীবনের ক্রান্তিকালে আমরাই তার পাশে দাড়াবো। এরকম একজন হাদীউজজ্জামানের সুস্থ হয়ে ওঠা ও বেঁচে থাকা আমাদের দেশের জন্য দরকার। মানব সভ্যতার জটিল প্রক্রিয়া যেখানে মানুষ অনেক বেশি আত্ম-কেন্দ্রিক, স্বার্থান্ধ হয়ে পরেছে সেখানে একজন হাদীউজ্জামানের হারিয়ে যাওয়া আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি।
তাই অনুরোধ জানাচ্ছি আপনি, আমি, আমরা সবাই মিলে হাতে হাত রেখে একজন হাদীউজ্জামানের পাশে দাড়াই।
_______________________
অার্থিক সাহায্যের জন্যঃ
১।বাকী বিল্লাহঃ 01980752106 (বিকাশ
২। ছাকিবঃ 01622425606 (বিকাশ)
৩। তাহসিনাঃ 017090142949 (রকেট)
৪। সানজিদাঃ 015152818893 (রকেট)

________________________
যোগাযোগঃ
১। আনোয়ার(রোগীর মামা) : 01716-971053
২। মেরিনাঃ +8801641463039
৩। তৌফিক ওমরঃ +8801706944677
৪। বাহউদ্দিন আবিরঃ +8801837941538
৫। সাগর আহমেদঃ +880 1762-103403
৬। মাহমুদ অর্ক্যঃ +8801777047979
৭। ফারজানা ফেরদৌসঃ +8801701736125
৮। মুজাহিদ তিমুঃ +88001771933271
৯।ওয়াহিদুল ইসলামঃ+880 1949229519

তথ্যসূত্র: তানজিল শুভ

সংবাদটি শেয়ার করুন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  উপদেষ্টা হাসান আরিফ আর নেই   বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩৮ কোটি টাকা অনুদান জাপানের   বরিশালে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে পুলিশের ত্রাণ বিতরণ   ইপিজেড থানা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত   দৈনিক বরিশাল২৪.কম-এর সম্পাদক শামীম আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি   বিশ্ব ডিম দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত   সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ