হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন নিউমুরিং অবস্থিত ঐতিহ্যবাহী হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে। আগামী দুই বছরের মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক আলহাজ্ব মোহাম্মাদ হোসেন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ আশরাফ আলী।
গতো ৯ মার্চ শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ সভাপতি পদে আলহাজ্ব মোঃ মুসলিম ও আলহাজ্ব আবদুল মান্নান কে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, হালিশহর মডেল স্কুলটি ২০০৪ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে দক্ষ কমিটি ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় লেখাপড়ার মানন্নোয়নে চট্টগ্রাম শহরে ইপিজেড এলাকায় হালিশহর মডেল স্কুলটি বেশ জনপ্রিয়তা লাভ করছে বলে জানাগেছে।