১০০ টাকায় চাকরি দিলেন চট্টগ্রামের এসপি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪১০০ টাকায় চাকরি দিলেন চট্টগ্রামের এসপি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৮, ২০১৯ ১১:৩৫ অপরাহ্ণ
A- A A+ Print

১০০ টাকায় চাকরি দিলেন চট্টগ্রামের এসপি

চট্টগ্রাম জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে নজির স্থাপন করলেন জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা। মাত্র ১০০ টাকা খরচ করে জেলা পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৩০১ জন কৃষকের সন্তানসহ ১ হাজার ৮৬ জন।

গতকাল রবিবার (৭ জুলাই) জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে মৌখিক পরীক্ষার এ ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার। ফরম কিনতে যে তিন টাকা খরচ হয় তাও নেয়া হবে না ও নিয়োগপ্রাপ্তদের মেডিকেল পরীক্ষা গ্রহণ করা হবে। মেডিকেল পরীক্ষায় যারা বাদ পড়বেন না তারাই থাকবেন বলেও জানান তিনি। ।

সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে চাকরির জন্য মনোনীত হয়েছেন ১ হাজার ৮৬ জন। এর মধ্যে ৯২৮ জন পুরুষ ও ১৫৮ জন নারী সদস্য। এদের মধ্যে গার্মেন্টসকর্মী-রাজমিস্ত্রি-কাঠমিস্ত্রি-শ্রমিক-প্রহরীর সন্তান ১১২ জন, পিতৃহীন-পিতা অসুস্থ ১৬৭ জনের, রিক্সা-সিএনজি/ভ্যান চালকের সন্তান ৫৬ জন, দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীর সন্তান ১৫৯ জন, প্রবাসী শ্রমিকের সন্তান ১০৩ জন, সরকারি-বেসরকারি চাকরিজীবীদের সন্তান ১০৭ জন, শিক্ষকের সন্তান ১৯ জন, চাকরিরত ও অবসরপ্রাপ্ত পুলিশের সন্তান ৩৩ জন, মেকানিক-গ্যারেজ কর্মী-দর্জি-দোকান কর্মীর সন্তান ৩০ জন, পল্লী চিকিৎসকের সন্তান ৭ জন ও গ্রাম পুলিশের সন্তান ২ জন।

পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে এক প্রার্থী বলেন, শতভাগ মেধার ভিত্তিতেই চাকরি হবে এবারের নিয়োগে। আমি একজন চাকরিপ্রার্থী। অবশ্য আল্লাহর রহমতে চাকরি প্রায় কনফার্ম। শুধু ১০০ টাকা ব্যাংক ড্রাফট করেছি। আর যাওয়া আসা গাড়িভাড়াতো আছেই।

প্রকাশিত ফলাফলে সাধারণ কোটায় পুরুষ ৮২১ জন ও নারী ১৪৯ জন, মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ ৭৯ জন ও নারী ৫ জন, পোষ্য কোটায় পুরুষ ১০ জন ও নারী ২ জন, আনসার কোটায় পুরুষ ১০ জন ও নারী ১ জন, এতিম পুরুষ ৩ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পুরুষ ৫ জন ও নারী ১ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। অপেক্ষমান রাখা হয়েছে ১০ জনকে।

কনস্টেবল পদে নজিরবিহীন নিয়োগে এমন দৃষ্টান্তমূলক স্বচ্ছ, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত করার কারণে জেলা পুলিশ সুপার নুরে আলম মিনাকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহল।

সুত্র:পূর্বকোণ

দৈনিক বরিশাল ২৪

১০০ টাকায় চাকরি দিলেন চট্টগ্রামের এসপি

সোমবার, জুলাই ৮, ২০১৯ ১১:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে নজির স্থাপন করলেন জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা। মাত্র ১০০ টাকা খরচ করে জেলা পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৩০১ জন কৃষকের সন্তানসহ ১ হাজার ৮৬ জন।

গতকাল রবিবার (৭ জুলাই) জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে মৌখিক পরীক্ষার এ ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার। ফরম কিনতে যে তিন টাকা খরচ হয় তাও নেয়া হবে না ও নিয়োগপ্রাপ্তদের মেডিকেল পরীক্ষা গ্রহণ করা হবে। মেডিকেল পরীক্ষায় যারা বাদ পড়বেন না তারাই থাকবেন বলেও জানান তিনি। ।

সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে চাকরির জন্য মনোনীত হয়েছেন ১ হাজার ৮৬ জন। এর মধ্যে ৯২৮ জন পুরুষ ও ১৫৮ জন নারী সদস্য। এদের মধ্যে গার্মেন্টসকর্মী-রাজমিস্ত্রি-কাঠমিস্ত্রি-শ্রমিক-প্রহরীর সন্তান ১১২ জন, পিতৃহীন-পিতা অসুস্থ ১৬৭ জনের, রিক্সা-সিএনজি/ভ্যান চালকের সন্তান ৫৬ জন, দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীর সন্তান ১৫৯ জন, প্রবাসী শ্রমিকের সন্তান ১০৩ জন, সরকারি-বেসরকারি চাকরিজীবীদের সন্তান ১০৭ জন, শিক্ষকের সন্তান ১৯ জন, চাকরিরত ও অবসরপ্রাপ্ত পুলিশের সন্তান ৩৩ জন, মেকানিক-গ্যারেজ কর্মী-দর্জি-দোকান কর্মীর সন্তান ৩০ জন, পল্লী চিকিৎসকের সন্তান ৭ জন ও গ্রাম পুলিশের সন্তান ২ জন।

পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে এক প্রার্থী বলেন, শতভাগ মেধার ভিত্তিতেই চাকরি হবে এবারের নিয়োগে। আমি একজন চাকরিপ্রার্থী। অবশ্য আল্লাহর রহমতে চাকরি প্রায় কনফার্ম। শুধু ১০০ টাকা ব্যাংক ড্রাফট করেছি। আর যাওয়া আসা গাড়িভাড়াতো আছেই।

প্রকাশিত ফলাফলে সাধারণ কোটায় পুরুষ ৮২১ জন ও নারী ১৪৯ জন, মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ ৭৯ জন ও নারী ৫ জন, পোষ্য কোটায় পুরুষ ১০ জন ও নারী ২ জন, আনসার কোটায় পুরুষ ১০ জন ও নারী ১ জন, এতিম পুরুষ ৩ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পুরুষ ৫ জন ও নারী ১ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। অপেক্ষমান রাখা হয়েছে ১০ জনকে।

কনস্টেবল পদে নজিরবিহীন নিয়োগে এমন দৃষ্টান্তমূলক স্বচ্ছ, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত করার কারণে জেলা পুলিশ সুপার নুরে আলম মিনাকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহল।

সুত্র:পূর্বকোণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ