১০০ টাকায় চাকরি দিলেন চট্টগ্রামের এসপি
চট্টগ্রাম জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে নজির স্থাপন করলেন জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা। মাত্র ১০০ টাকা খরচ করে জেলা পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৩০১ জন কৃষকের সন্তানসহ ১ হাজার ৮৬ জন।
গতকাল রবিবার (৭ জুলাই) জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে মৌখিক পরীক্ষার এ ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার। ফরম কিনতে যে তিন টাকা খরচ হয় তাও নেয়া হবে না ও নিয়োগপ্রাপ্তদের মেডিকেল পরীক্ষা গ্রহণ করা হবে। মেডিকেল পরীক্ষায় যারা বাদ পড়বেন না তারাই থাকবেন বলেও জানান তিনি। ।
সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে চাকরির জন্য মনোনীত হয়েছেন ১ হাজার ৮৬ জন। এর মধ্যে ৯২৮ জন পুরুষ ও ১৫৮ জন নারী সদস্য। এদের মধ্যে গার্মেন্টসকর্মী-রাজমিস্ত্রি-কাঠমিস্ত্রি-শ্রমিক-প্রহরীর সন্তান ১১২ জন, পিতৃহীন-পিতা অসুস্থ ১৬৭ জনের, রিক্সা-সিএনজি/ভ্যান চালকের সন্তান ৫৬ জন, দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীর সন্তান ১৫৯ জন, প্রবাসী শ্রমিকের সন্তান ১০৩ জন, সরকারি-বেসরকারি চাকরিজীবীদের সন্তান ১০৭ জন, শিক্ষকের সন্তান ১৯ জন, চাকরিরত ও অবসরপ্রাপ্ত পুলিশের সন্তান ৩৩ জন, মেকানিক-গ্যারেজ কর্মী-দর্জি-দোকান কর্মীর সন্তান ৩০ জন, পল্লী চিকিৎসকের সন্তান ৭ জন ও গ্রাম পুলিশের সন্তান ২ জন।
পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে এক প্রার্থী বলেন, শতভাগ মেধার ভিত্তিতেই চাকরি হবে এবারের নিয়োগে। আমি একজন চাকরিপ্রার্থী। অবশ্য আল্লাহর রহমতে চাকরি প্রায় কনফার্ম। শুধু ১০০ টাকা ব্যাংক ড্রাফট করেছি। আর যাওয়া আসা গাড়িভাড়াতো আছেই।
প্রকাশিত ফলাফলে সাধারণ কোটায় পুরুষ ৮২১ জন ও নারী ১৪৯ জন, মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ ৭৯ জন ও নারী ৫ জন, পোষ্য কোটায় পুরুষ ১০ জন ও নারী ২ জন, আনসার কোটায় পুরুষ ১০ জন ও নারী ১ জন, এতিম পুরুষ ৩ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পুরুষ ৫ জন ও নারী ১ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। অপেক্ষমান রাখা হয়েছে ১০ জনকে।
কনস্টেবল পদে নজিরবিহীন নিয়োগে এমন দৃষ্টান্তমূলক স্বচ্ছ, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত করার কারণে জেলা পুলিশ সুপার নুরে আলম মিনাকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহল।
সুত্র:পূর্বকোণ