২০ জুলাই চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে আন্দোলনে নামছে বিএনপি
অনলাইন নিউজ: ইতোমধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে সমাবেশে তারিখ চূড়ান্ত হয়েছে। বাকি ছয় বিভাগীয় শহরে সমাবেশের তারিখ নির্ধারণে কাজ করছেন সংশ্লিষ্টরা। আগামী ২০ জুলাই চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশের মধ্য দিয়ে বিএনপি খালেদা জিয়ার মুক্তি ও নতুন নির্বাচনের দাবি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিতে শুরু করেছে। ২৫ জুলাই খুলনায় সমাবেশ হবে। ঈদ-উল আযহার আগে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ শেষ করতে চায় দলটি।
এসব সমাবেশে বিপুলসংখ্যক লোক সমাগমে সব ধরনের প্রস্তুতি নেবে স্থানীয় বিএনপি। সাত বিভাগীয় শহরের পর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসুচি শেষ হবে। ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, বিভাগীয় পর্যায়ের শেষ সমাবেশটি হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী ঈদের আগেই যেন ৮ বিভাগীয় শহরে সমাবেশ করা যায়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। বিভাগীয় নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে দুটি বিভাগে সমাবেশের তারিখ চূড়ান্ত হয়েছে।
বিভাগীয় সমাবেশের বিষয়ে সরকারের ভূমিকা ও লোক সমাগম দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপি। এর মধ্যে যদি খালেদা জিয়ার মুক্তি না মেলে কিংবা সরকার যদি আরো হার্ডলাইনে যায়, তাহলে আন্দোলন রাজপথে নেয়ার চিন্তা করবেন দলটির নীতিনির্ধারকরা। তবে তারা মনে করেন, আইনি পথেই খালেদা জিয়ার মুক্তি এখন সময়ের ব্যাপার, যদি সরকার কোনো হস্তক্ষেপ না করে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিচার বিভাগ সর্ম্পূণ স্বাধীনতা ভোগ করছে। সরকারের কোনো হস্তক্ষেপ নেই। খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের এক্তিয়ারে।
সুত্র:অনলাইন