২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবী, হিজলায় বিক্ষোভ সমাবেশ
বিপ্লব কুমার, হিজলা প্রতিনিধি : ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আওয়ামীলীগের সভাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা ও হত্যাযজ্ঞ চালায় হরকাতুল জিহাদের একদল জঙ্গি।
তাদের বিচারের দাবীতে ২১ আগস্ট বরিশালের হিজলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বাস স্টান্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূড়ালে, গ্রেনেড হামলার জঙ্গিগোষ্ঠিদের পৃষ্টপোষক সহ সকলের বিচারের দাবিতে অনুষ্ঠিত হয় বিক্ষোভ ।
সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন ঢালী। সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাস্টার নেয়ামত উল্লাহ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন, যুগ্ন সাধারন সম্পাদক পন্ডিত সাহাবুদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলতাফ হোসেন, মহিলা আওয়ামীলীগের সভাপতি নাজমা বেগম, স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক শহিদুল ইসলাম রিপন, যুবলীগের যুগ্ন আহবায়ক কাজী লিয়াকত, কৃষকলীগ আহবায়ক মুন্সি মোঃ ইসহাক আমিন, ছাত্রলীগ সভাপতি সোলাইমান শান্ত, সম্পাদক আবুল কালাম আজাদ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন তার বক্তব্যে বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আওয়ামীলীগের সভাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা ও হত্যাযজ্ঞ চালায় হরকাতুল জিহাদের একদল জঙ্গি, ঐ হামলা থেকে কোনোভাবে বেঁচে গেলেও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যেন প্রাণ নিয়ে ফিরতে না পারেন তার সব চেষ্টায়ই করেছিল হামলাকারীরা।
তার গাড়ির কাচে কমপক্ষে সাতটি বুলেটের আঘাতের দাগ, গ্রেনেড ছুড়ে মারা চিহ্ন এবং বুলেটের আঘাতে পাংচার হয়ে যাওয়া গাড়ির দুটি চাকা সে কথাই প্রমাণ করে। নেত্রীর গাড়িতে হামলার ধরন দেখেই বোঝা যায় যে, এটি একটি ঠান্ডা মাথায় হত্যার পরিকল্পনা।
তিনি আরো বলেন ঐ হামলায় আমাদের নেতা স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পংকজ নাথ ও আহত হয়েছেন, তার পায়ে এখনো স্পিলিন্টার রয়েছে তা নিয়ে আমাদের হিজলা মেহেন্দিগঞ্জ এর মেহনতি মানুষের ভাগ্র পরিবর্তনের জন্য উন্নয়ন করে যাচ্ছে। সবাবেশ শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বিদায়ী আত্নার শান্তি কামনায় দোয়া মোনাযাত করা হয়