৫-১২ বছরের শিশুদের জুনে টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন নিউজ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ৫ থেকে ১২ বছরের শিশুদের টিকা দেওয়ার জন্য ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন দিয়েছে। যা আগামী জুনের মধ্যে দেওয়া হবে। ৩০ লাখ টিকা ইতোমধ্যে আমাদের কাছে এসেছে। শুরুর দিকে প্রায় দুই কোটি শিশুকে বিশেষ ধরনে তৈরি (ফাইজার) টিকা দেওয়া হবে। এর আগেই ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্মনিবন্ধন করে নেবেন। জন্মনিবন্ধন দিয়ে টিকার রেজিস্ট্রেশন করতে হবে।
শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টার্গেট নির্দিষ্ট জনগণের ৯৫ ভাগ লোককে টিকা দেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে প্রায় ২৫ কোটি ডোজ টিকা দিয়ে ফেলেছি। এখন বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। যারা বুস্টার ডোজ নেননি তারা দ্রুত বুস্টার ডোজ নেবেন। বাংলাদেশ বিশ্বের এমন একটি দেশ যেখানে প্রায় ৭৫ ভাগ জনগণকে টিকা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানসহ অনেকে।সূত্র:আরটিভি