পোশাক শ্রমিকের ব্যানারে টানা হচ্ছে সাধারণ যাত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পোশাক শ্রমিকের ব্যানারে টানা হচ্ছে সাধারণ যাত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২২, ২০২০ ১০:০০ অপরাহ্ণ
A- A A+ Print

পোশাক শ্রমিকের ব্যানারে টানা হচ্ছে সাধারণ যাত্রী

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ করোনাভাইরাসে লকডাউনে পড়া দেশের পোশাক শিল্প বাঁচাতে সীমিত পরিসরে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয় বিজিএমইএ। শ্রমিকদের চলাচলের সুবিধার্থে লকডাউনও অনেকটা শিথিল করে দেন সরকার। কারখানায় যাতায়াতে শ্রমিকদের জন্য চলাচলের অনুমতি পায় স্বল্প সংখ্যক গণপরিবহন। যার ফায়দা লুটছে গণপরিবহনগুলো।

মূলত শ্রমিকদের আনা-নেওয়া করতে বাসগুলো সকাল সন্ধ্যা চলার কথা থাকলেও তা চলছে পুরো দিনব্যাপী। শুধু কি তাই, যাত্রীদের কাছ থেকে আদায় করছে গলাকাটা ভাড়া। বাসে উঠলেই যাত্রীদের গুনতে হচ্ছে ২০-৩০ টাকা।গতকাল (বৃহস্পতিবার) দুপর আড়াইটায় নগরীর ইপিজেড মোড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় গণপরিবহনগুলোকে।

যার প্রতিটির সামনেই ছোট্ট একটি ব্যানারে লেখা ‘জরুরি রপ্তানি কাজে নিয়োজিত, শ্রমিক পরিবহন’। অথচ প্রতিটি গাড়িতেই ডেকে ডেকে তুলতে দেখা যায় সাধারণ যাত্রীদের। হেলপারদের যাত্রী ডাকতে শোনা যায় উঠা-নামা ২০ টাকা বলে।এ সময় গণপরিবহন চালকের এক সহকারীর কাছে ভাড়া বাড়তির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘গাড়ি অল্প, রাস্তায় যাত্রীও কম। তাই ট্রিপও কম। বেশি ভাড়া না নিলে খরচ তোলা যাবে না, তাই ভাড়া বেশি’।

তবে শ্রমিক পরিবহনের নাম করে কেন সাধারণ যাত্রী তুলছেন জানতে চাইলে কোন উত্তর দেননি তিনি। এমনকি কোন কারখানার শ্রমিক পরিবহনে এই বাসটি ব্যবহার করা হচ্ছে তাও বলতে পারেননি তিনি। বাসে উঠা রাকিব নামে এক সাধারণ যাত্রী বলেন, ‘আমি একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের ছাত্র। টিউশনি করিয়ে পড়ালেখার খরচ চালাই। গত দুই মাস কোন ছাত্র থেকে টিউশন ফি পাইনি। আজ এক ছাত্রের বাবা কল দিয়ে বাসায় ডেকে কিছু টাকা দিলেন।

আমার বাসা হচ্ছে বন্দরটিলা। স্টুডেন্টের বাসা কাটগড়। বেতন নিয়ে বাসায় আসার পথে বাসে উঠতে গেলে হেলপার জানান, যেখানেই নামি ভাড়া ২০ টাকা ভাড়া। কিছু না ভেবে বাসে উঠে পরলাম। অবশ্য অন্য কোন উপায়ও নেই। কারণ, রিকশা নিলেও সর্বনিম্ন ৫০-৭০ টাকা লাগবে। অথচ এই দূরত্বে বাসের ভাড়া ৬-৭ টাকা মাত্র।

বিশ্বের অন্যান্য দেশে এই দুর্যোগে যখন মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে তখন আমাদের দেশে যে যাকে পারছেন জবাই করে দিচ্ছেন। সত্যি আমরা বড়ই অসহায়’।গণপরিবহন গুলোর এই নৈরাজ্য চোখে পড়েছে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদেরও। নিয়ম অমান্য করে যাত্রী তোলায় আটক করা হয়েছে ১৫টি বাস। বিষয়টি নিশ্চিত করে ট্রাফিকের বন্দর বিভাগের পরিদর্শক (প্রশাসন) মশিউর রহমান বলেন, ‘কারখানার যাত্রীদের আনা-নেয়ার কাজে স্বল্প সংখ্যক গাড়ি চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

অনুমতি প্রাপ্ত এসব গাড়ির সামনে সংশ্লিষ্ট কারখানার নামসহ ব্যানার লাগানের নির্দেশনা দেওয়া হয়েছে। তবুও এসব পরিবহনের চালকরা বাড়তি টাকার আশায় বাসে সাধারণ যাত্রী তুলছে। এমন প্রমাণ পাওয়ায় শুধুমাত্র বন্দর এলাকায় ১৫টিরও বেশি বাস আটক করা হয়। যদিও শ্রমিকদের যাতায়াতের কথা চিন্তা করে বাসগুলোকে ছেড়ে দেয়া হয়। তবে একই অপরাধ বার বার করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

দৈনিক বরিশাল ২৪

পোশাক শ্রমিকের ব্যানারে টানা হচ্ছে সাধারণ যাত্রী

শুক্রবার, মে ২২, ২০২০ ১০:০০ অপরাহ্ণ

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ করোনাভাইরাসে লকডাউনে পড়া দেশের পোশাক শিল্প বাঁচাতে সীমিত পরিসরে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয় বিজিএমইএ। শ্রমিকদের চলাচলের সুবিধার্থে লকডাউনও অনেকটা শিথিল করে দেন সরকার। কারখানায় যাতায়াতে শ্রমিকদের জন্য চলাচলের অনুমতি পায় স্বল্প সংখ্যক গণপরিবহন। যার ফায়দা লুটছে গণপরিবহনগুলো।

মূলত শ্রমিকদের আনা-নেওয়া করতে বাসগুলো সকাল সন্ধ্যা চলার কথা থাকলেও তা চলছে পুরো দিনব্যাপী। শুধু কি তাই, যাত্রীদের কাছ থেকে আদায় করছে গলাকাটা ভাড়া। বাসে উঠলেই যাত্রীদের গুনতে হচ্ছে ২০-৩০ টাকা।গতকাল (বৃহস্পতিবার) দুপর আড়াইটায় নগরীর ইপিজেড মোড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় গণপরিবহনগুলোকে।

যার প্রতিটির সামনেই ছোট্ট একটি ব্যানারে লেখা ‘জরুরি রপ্তানি কাজে নিয়োজিত, শ্রমিক পরিবহন’। অথচ প্রতিটি গাড়িতেই ডেকে ডেকে তুলতে দেখা যায় সাধারণ যাত্রীদের। হেলপারদের যাত্রী ডাকতে শোনা যায় উঠা-নামা ২০ টাকা বলে।এ সময় গণপরিবহন চালকের এক সহকারীর কাছে ভাড়া বাড়তির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘গাড়ি অল্প, রাস্তায় যাত্রীও কম। তাই ট্রিপও কম। বেশি ভাড়া না নিলে খরচ তোলা যাবে না, তাই ভাড়া বেশি’।

তবে শ্রমিক পরিবহনের নাম করে কেন সাধারণ যাত্রী তুলছেন জানতে চাইলে কোন উত্তর দেননি তিনি। এমনকি কোন কারখানার শ্রমিক পরিবহনে এই বাসটি ব্যবহার করা হচ্ছে তাও বলতে পারেননি তিনি। বাসে উঠা রাকিব নামে এক সাধারণ যাত্রী বলেন, ‘আমি একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের ছাত্র। টিউশনি করিয়ে পড়ালেখার খরচ চালাই। গত দুই মাস কোন ছাত্র থেকে টিউশন ফি পাইনি। আজ এক ছাত্রের বাবা কল দিয়ে বাসায় ডেকে কিছু টাকা দিলেন।

আমার বাসা হচ্ছে বন্দরটিলা। স্টুডেন্টের বাসা কাটগড়। বেতন নিয়ে বাসায় আসার পথে বাসে উঠতে গেলে হেলপার জানান, যেখানেই নামি ভাড়া ২০ টাকা ভাড়া। কিছু না ভেবে বাসে উঠে পরলাম। অবশ্য অন্য কোন উপায়ও নেই। কারণ, রিকশা নিলেও সর্বনিম্ন ৫০-৭০ টাকা লাগবে। অথচ এই দূরত্বে বাসের ভাড়া ৬-৭ টাকা মাত্র।

বিশ্বের অন্যান্য দেশে এই দুর্যোগে যখন মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে তখন আমাদের দেশে যে যাকে পারছেন জবাই করে দিচ্ছেন। সত্যি আমরা বড়ই অসহায়’।গণপরিবহন গুলোর এই নৈরাজ্য চোখে পড়েছে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদেরও। নিয়ম অমান্য করে যাত্রী তোলায় আটক করা হয়েছে ১৫টি বাস। বিষয়টি নিশ্চিত করে ট্রাফিকের বন্দর বিভাগের পরিদর্শক (প্রশাসন) মশিউর রহমান বলেন, ‘কারখানার যাত্রীদের আনা-নেয়ার কাজে স্বল্প সংখ্যক গাড়ি চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

অনুমতি প্রাপ্ত এসব গাড়ির সামনে সংশ্লিষ্ট কারখানার নামসহ ব্যানার লাগানের নির্দেশনা দেওয়া হয়েছে। তবুও এসব পরিবহনের চালকরা বাড়তি টাকার আশায় বাসে সাধারণ যাত্রী তুলছে। এমন প্রমাণ পাওয়ায় শুধুমাত্র বন্দর এলাকায় ১৫টিরও বেশি বাস আটক করা হয়। যদিও শ্রমিকদের যাতায়াতের কথা চিন্তা করে বাসগুলোকে ছেড়ে দেয়া হয়। তবে একই অপরাধ বার বার করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ