সৈয়দপুরে পথশিশুরা পেয়েছে ঈদ উপহার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সৈয়দপুরে পথশিশুরা পেয়েছে ঈদ উপহার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৩, ২০২০ ১১:০২ অপরাহ্ণ
A- A A+ Print

সৈয়দপুরে পথশিশুরা পেয়েছে ঈদ উপহার

এম.আর. হাসান, সৈয়দপুর প্রতিনিধিঃ সংগঠনের বয়সটা সবেমাত্র ছয় মাস। এই কম সময়ে যেখাবে তারা কাজ করে আলোচিত হয়েছে তা বলার অবকাশ রাখে না। ২০১৯ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করলেও তাদের কার্যক্রম খুব কম সময়ে মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে তাদের বিভিন্ন কার্যক্রম সৈয়দপুরের মানুষদের প্রশংসা কুড়িয়েছে।

মধ্যবিত্ত ও নিম্ন বিত্তদের নিয়ে শুরু থেকেই কাজ করে আসছে এই সংগঠনটি। তাদের কার্যক্রমের মধ্যে অন্যতম করোনা পরিস্থিতিতে ফোন কলের মাধ্যমে মধ্যবিত্ত ও নিম্ন বিত্তদের ঘরে খাবার পৌছে দেওয়া। এই কার্যক্রমটি সৈয়দপুরে আলোড়ন সৃষ্টি করেছে। বলছিলাম সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন দিশারীর কথা। . পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্য যেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে ঠিক সেখানে দিনমজুর শ্রেনির মানুষদের নাম মাত্র দামে (৫ টাকা) ইফতার কেনার ব্যবস্থা করেছে ‘স্বপ্ন দিশারী।

যা রীতিমতো তাক লাগিয়েছে সৈয়দপুরবাসীকে। যা ১৫ মে হতে এখনও চলমান রয়েছে। করোনা ভাইরাস ও রমজান মাসে তারা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছিলো। তাই বলে কী ঈদকে সামনে রেখে তারা বসে থাকবে? এমনটা ভাবলে হয়তো ভুল হবে। . শুক্রবার (২২ মে) সংগঠনটির পক্ষ থেকে রেলওয়ে স্টেশনের ১০০ জন মানুষকে ইফতার ও ৩০ জন শিশুর মাঝে ঈদবস্ত্র বিতরন করা হয়।

সেই সাথে ব্যবস্থা করা হয় সেমাই-চিনিরও। উল্লেখ্য এর আগে করোনা ভাইরাস পরিস্থিতিতে দিনমজুর শ্রেনির পাঁচশত মানুষের মাঝে রান্না করা বিরানীর প্যাকেট বিতরন করেছে তারা। এছাড়াও মুসলিম কিন্ডার গার্ডেনের ৭৫ জন শিক্ষার্থীর পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও মুরগী বিতরন করেছে তারা। .

এসময় উপস্থিত ছিলেন স্বপ্ন দিশারীর সাধারণ সম্পাদক খন্দকার আবিদা সুলতানা, সদস্য মিলন মোস্তাফিজ, জান্নাতুল ফেরদৌস জীম,লিকসন,নিশাদ,ফরহাদ,মঞ্জুরুল,মনিরাজ প্রমুখ। . ঈদবস্ত্র পাওয়া শিশুরা জানায়, নতুন কাপড় পেয়ে অনেক অনেক খুশি লাগতেসে। আমরাও সবার মত ঈদে নতুন কাপড় পড়বো। .

সংগঠনটির সাধারন সম্পাদক খন্দকার আবিদা সুলতানা জানান,আলহামদুলিল্লাহ ঈদ উপলক্ষ্যে আমরা পথশিশুদের ঈদ উপহার হিসেবে ছেলেদের পাঞ্জাবী ও মেয়েদের জামা উপহার দিয়েছি। আমাদের উদ্দেশ্য তাদের মুখে হাসি ফুটানো। এই উপহার পেয়ে তারা যতখুশি হয়েছে দিন শেষে তাদের হাসিটাই আমাদের বড় সাফল্য।

দৈনিক বরিশাল ২৪

সৈয়দপুরে পথশিশুরা পেয়েছে ঈদ উপহার

শনিবার, মে ২৩, ২০২০ ১১:০২ অপরাহ্ণ | আপডেটঃ মে ২৩, ২০২০ ১১:১২ অপরাহ্ণ

এম.আর. হাসান, সৈয়দপুর প্রতিনিধিঃ সংগঠনের বয়সটা সবেমাত্র ছয় মাস। এই কম সময়ে যেখাবে তারা কাজ করে আলোচিত হয়েছে তা বলার অবকাশ রাখে না। ২০১৯ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করলেও তাদের কার্যক্রম খুব কম সময়ে মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে তাদের বিভিন্ন কার্যক্রম সৈয়দপুরের মানুষদের প্রশংসা কুড়িয়েছে।

মধ্যবিত্ত ও নিম্ন বিত্তদের নিয়ে শুরু থেকেই কাজ করে আসছে এই সংগঠনটি। তাদের কার্যক্রমের মধ্যে অন্যতম করোনা পরিস্থিতিতে ফোন কলের মাধ্যমে মধ্যবিত্ত ও নিম্ন বিত্তদের ঘরে খাবার পৌছে দেওয়া। এই কার্যক্রমটি সৈয়দপুরে আলোড়ন সৃষ্টি করেছে। বলছিলাম সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন দিশারীর কথা। . পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্য যেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে ঠিক সেখানে দিনমজুর শ্রেনির মানুষদের নাম মাত্র দামে (৫ টাকা) ইফতার কেনার ব্যবস্থা করেছে ‘স্বপ্ন দিশারী।

যা রীতিমতো তাক লাগিয়েছে সৈয়দপুরবাসীকে। যা ১৫ মে হতে এখনও চলমান রয়েছে। করোনা ভাইরাস ও রমজান মাসে তারা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছিলো। তাই বলে কী ঈদকে সামনে রেখে তারা বসে থাকবে? এমনটা ভাবলে হয়তো ভুল হবে। . শুক্রবার (২২ মে) সংগঠনটির পক্ষ থেকে রেলওয়ে স্টেশনের ১০০ জন মানুষকে ইফতার ও ৩০ জন শিশুর মাঝে ঈদবস্ত্র বিতরন করা হয়।

সেই সাথে ব্যবস্থা করা হয় সেমাই-চিনিরও। উল্লেখ্য এর আগে করোনা ভাইরাস পরিস্থিতিতে দিনমজুর শ্রেনির পাঁচশত মানুষের মাঝে রান্না করা বিরানীর প্যাকেট বিতরন করেছে তারা। এছাড়াও মুসলিম কিন্ডার গার্ডেনের ৭৫ জন শিক্ষার্থীর পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও মুরগী বিতরন করেছে তারা। .

এসময় উপস্থিত ছিলেন স্বপ্ন দিশারীর সাধারণ সম্পাদক খন্দকার আবিদা সুলতানা, সদস্য মিলন মোস্তাফিজ, জান্নাতুল ফেরদৌস জীম,লিকসন,নিশাদ,ফরহাদ,মঞ্জুরুল,মনিরাজ প্রমুখ। . ঈদবস্ত্র পাওয়া শিশুরা জানায়, নতুন কাপড় পেয়ে অনেক অনেক খুশি লাগতেসে। আমরাও সবার মত ঈদে নতুন কাপড় পড়বো। .

সংগঠনটির সাধারন সম্পাদক খন্দকার আবিদা সুলতানা জানান,আলহামদুলিল্লাহ ঈদ উপলক্ষ্যে আমরা পথশিশুদের ঈদ উপহার হিসেবে ছেলেদের পাঞ্জাবী ও মেয়েদের জামা উপহার দিয়েছি। আমাদের উদ্দেশ্য তাদের মুখে হাসি ফুটানো। এই উপহার পেয়ে তারা যতখুশি হয়েছে দিন শেষে তাদের হাসিটাই আমাদের বড় সাফল্য।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ