কেউ নেই সাংবাদিকদের পাশে, শুধুই পুলিশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কেউ নেই সাংবাদিকদের পাশে, শুধুই পুলিশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৫, ২০২০ ১:২৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

কেউ নেই সাংবাদিকদের পাশে, শুধুই পুলিশ

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত আর উপসর্গ নিয়ে তিনজন সাংবাদিক মারা গেছেন। আমরা জানি কেউ মারা গেলে তার পরিবার তাৎক্ষনিকভাবে কী অর্থ সংকটে পড়ে। আর আমাদের দেশের অধিকাংশ সাংবাদিকের সঞ্চয় নেই। বেতনের টাকাই তাদের সম্বল।

পেশা হিসেবে সাংবাদিকতা এখনো ওই জায়গায় পৌছেনি যে, কোনো সাংবাদিক অকালে চাকরিরত অবস্থায় মারা গেলে প্রতিষ্ঠান, সংগঠন বা কল্যাণ ফান্ড থেকে এটা মোটা অঙ্কের টাকা পাবেন। যেটা দিয়ে তার পরিবার আগামীতে ঘুরে দাঁড়ানোর সাহস পাবে।

সত্যি অনেক সাংবাদিক যে কী নিদারুন কষ্টের মধ্যে থেকেও দিনের পর দিন আপোষহীনভাবে সত্যের সঙ্গে লড়াই করছে এটার খােঁজ আমরা অনেকে রাখিনা।আমরা নানা প্লাটফর্ম থেকে অনেক বড় বড় কথা বলতে পারব; তবে মুখ্য বিষয় হলাে যাদের হারিয়েছি তাদের পরিবারের জন্য কতটুকু করতে পেরেছি সেটা।

করোনাকালে যে তিন সাংবাদিক মারা গেলেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। আজ তাদের পরিবারের সদস্যদের আর্থিক চেক প্রদান করা হয় পুলিশের পক্ষ থেকে। মানবিক পুলিশের নতুন নতুন দ্বার খুলছেন তিনি।

এটা আরো ভালো লেগেছে- যে তিন জনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তাদের মধ্যে দু’জন ক্রাইম রিপাের্টার ছিলেন না। সময়ের অালোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন ও একই পত্রিকার সিনিয়র সাব-এডিটর মাহমুদুল অপু।

ভোরের কাগজের অাসলাম রহমান ছিলেন ক্রাইম বিটের রিপোর্টার এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন। তাদের প্রত্যেক পরিবারের হাতে ২ লাখ টাকার অনুদানের চেক ও ঈদ উপহার অাইজিপির পক্ষ থেকে তুলে দেন অতিরিক্ত অাইজিপি এস এম রুহুল অামিন।

এসময় ক্র্যাবের সভাপতি অাবুল খায়ের, সাধারণ সম্পাদক অাসাদুজ্জামান বিকু, পুলিশের এঅাইজি(মিডিয়া) সোহেল রানা ও পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল অাহসান উপস্থিত ছিলেন। তবে কে কোন বিট করে এটা মুখ্য নয়। তাদের সাংবাদিক হিসেবে দেখা হয়েছে।

আমাদের দেশে সাধারণত নিজস্ব গন্ডি, বলয় আর পরিমন্ডলের বাইরে কারো প্রতি মহত্ব দেখানো নজির কম। সহায়তার ক্ষেত্রে এমন সংকীর্নতা এখানে পুলিশ প্রধান দেখান নি। সত্যি করােনকালে মানুষের ভালােবাসা, প্রত্যাশা আর আস্থা অর্জনের চ্যালেঞ্জ পুলিশকে আগামীতে নিতে হবে।

এই চ‌্যালেঞ্জ করোনা পরবর্তী সময়েও নিতে পারলে পুলিশ সত‌্যিকার অর্থে জনগণের বন্ধু হয়ে উঠবে। শুভ রাত্রি।
লেখাঃ সমকালের বিশেষ প্রতিনিধি শাহাদত হোসেন পরশের ফেসবুক পেজ থেকে।

দৈনিক বরিশাল ২৪

কেউ নেই সাংবাদিকদের পাশে, শুধুই পুলিশ

সোমবার, মে ২৫, ২০২০ ১:২৮ পূর্বাহ্ণ

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত আর উপসর্গ নিয়ে তিনজন সাংবাদিক মারা গেছেন। আমরা জানি কেউ মারা গেলে তার পরিবার তাৎক্ষনিকভাবে কী অর্থ সংকটে পড়ে। আর আমাদের দেশের অধিকাংশ সাংবাদিকের সঞ্চয় নেই। বেতনের টাকাই তাদের সম্বল।

পেশা হিসেবে সাংবাদিকতা এখনো ওই জায়গায় পৌছেনি যে, কোনো সাংবাদিক অকালে চাকরিরত অবস্থায় মারা গেলে প্রতিষ্ঠান, সংগঠন বা কল্যাণ ফান্ড থেকে এটা মোটা অঙ্কের টাকা পাবেন। যেটা দিয়ে তার পরিবার আগামীতে ঘুরে দাঁড়ানোর সাহস পাবে।

সত্যি অনেক সাংবাদিক যে কী নিদারুন কষ্টের মধ্যে থেকেও দিনের পর দিন আপোষহীনভাবে সত্যের সঙ্গে লড়াই করছে এটার খােঁজ আমরা অনেকে রাখিনা।আমরা নানা প্লাটফর্ম থেকে অনেক বড় বড় কথা বলতে পারব; তবে মুখ্য বিষয় হলাে যাদের হারিয়েছি তাদের পরিবারের জন্য কতটুকু করতে পেরেছি সেটা।

করোনাকালে যে তিন সাংবাদিক মারা গেলেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। আজ তাদের পরিবারের সদস্যদের আর্থিক চেক প্রদান করা হয় পুলিশের পক্ষ থেকে। মানবিক পুলিশের নতুন নতুন দ্বার খুলছেন তিনি।

এটা আরো ভালো লেগেছে- যে তিন জনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তাদের মধ্যে দু’জন ক্রাইম রিপাের্টার ছিলেন না। সময়ের অালোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন ও একই পত্রিকার সিনিয়র সাব-এডিটর মাহমুদুল অপু।

ভোরের কাগজের অাসলাম রহমান ছিলেন ক্রাইম বিটের রিপোর্টার এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন। তাদের প্রত্যেক পরিবারের হাতে ২ লাখ টাকার অনুদানের চেক ও ঈদ উপহার অাইজিপির পক্ষ থেকে তুলে দেন অতিরিক্ত অাইজিপি এস এম রুহুল অামিন।

এসময় ক্র্যাবের সভাপতি অাবুল খায়ের, সাধারণ সম্পাদক অাসাদুজ্জামান বিকু, পুলিশের এঅাইজি(মিডিয়া) সোহেল রানা ও পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল অাহসান উপস্থিত ছিলেন। তবে কে কোন বিট করে এটা মুখ্য নয়। তাদের সাংবাদিক হিসেবে দেখা হয়েছে।

আমাদের দেশে সাধারণত নিজস্ব গন্ডি, বলয় আর পরিমন্ডলের বাইরে কারো প্রতি মহত্ব দেখানো নজির কম। সহায়তার ক্ষেত্রে এমন সংকীর্নতা এখানে পুলিশ প্রধান দেখান নি। সত্যি করােনকালে মানুষের ভালােবাসা, প্রত্যাশা আর আস্থা অর্জনের চ্যালেঞ্জ পুলিশকে আগামীতে নিতে হবে।

এই চ‌্যালেঞ্জ করোনা পরবর্তী সময়েও নিতে পারলে পুলিশ সত‌্যিকার অর্থে জনগণের বন্ধু হয়ে উঠবে। শুভ রাত্রি।
লেখাঃ সমকালের বিশেষ প্রতিনিধি শাহাদত হোসেন পরশের ফেসবুক পেজ থেকে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত