কলাপাড়ায় টানা বৃষ্টিতে পানিবন্দী মানুষ, ক্ষতির আশংকায় সবজী চাষিরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কলাপাড়ায় টানা বৃষ্টিতে পানিবন্দী মানুষ, ক্ষতির আশংকায় সবজী চাষিরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২০, ২০২০ ৫:৪৫ অপরাহ্ণ
A- A A+ Print

কলাপাড়ায় টানা বৃষ্টিতে পানিবন্দী মানুষ, ক্ষতির আশংকায় সবজী চাষিরা

ইমন আল আহসান, পটুয়াখালী প্রতিনিধি: কলাপাড়ায় টানা ১২ দিন ধরে একটানা ভারী বৃষ্টির কারনে গোটা উপজেলা পানি বন্দী হয়ে পরেছে।বিভিন্ন সবজী ক্ষেত, মাছের ঘের ও মানুষের দৈনন্দিন কাজে ব্যাবহারের পুকুর ভেসে গেছে পানিতে। গবাদী প্রানী খাদ্য সহ নানা সংকটে পরেছে উপকূলীয় এলাকার মানুষ।

উপজেলার বন্যানিয়ন্ত্রণ বাধেঁ বাপাউবো কর্তৃক পানি ওঠানামা স্লুইসগেট গুলো কতিপয় প্রভাব শালীর দখলে থাকায় পানি নামানোর চেয়ে বেশি উৎসাহী জোয়ারের পানি ওঠাতে। এর কারণ জাল পেতে মাছ ধরা। স্লুইসগেট গুলোয় নিয়ন্ত্রণ না থাকায় পানি বন্দীর অন্যতম কারণ।

অভিরাম বৃষ্টির কারণে কুয়াকাটা,মহিপুর, আলীপুর,নীলগঞ্জ, মিঠাগঞ্জ, বালিয়াতলী, লালুয়া, ধুলাসার, টিয়াখালী, চম্পাপুর, চাকামইয়া, ডালবুগঞ্জ সহ গোটা উপজেলার সবজী চাষী দের উৎপাদিত সবজী ক্ষেত পানিতে তলিয়ে পচে যায়।

মাছের ঘের,অধিকাংশ পুকুর পাড় তলিয়ে মানুষের প্রচুর মাছ ভেসে গেছে। কোথাও কোথাও এই পানি নামতে গিয়ে আরও দুই চার দিন সময় লেগে যাবে। পুরো উপজেলায় এখন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ইতি মধ্যে চরম গো-খাদ্যের অভাব দেখা দিয়েছে।

স্লুইস খাল গুলোর বিভিন্ন অংশে অবৈধভাবে পানির গতীরোধ করে জাল পাতার কারণে পানি ওঠা নামায় চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। চলতি আমণ ফসলের চাষা-বাদ এই আষাঢ়েই শুরু হয়ে যাবে। এই মুহুর্তেই স্লুইসগেট গুলোর নিয়ন্ত্রণ কৃষকের হাতে না আসলে শুরুতেই বিজতলা পানি বন্দী হওয়ার আশংঙ্কা রয়েছে।

এবং আসন্ন অতি বৃষ্টির সময় পানি বন্দী হয়ে আমণ ফসলে আশানুরুপ ফলন নাও হতে পারে এমন আশংঙ্কা কৃষকের মাঝে। নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের সবজী চাষী ফারুক জানান, আমার দুই বিঘা জমিতে আগাম সবজী চাষ করি। হঠাৎ বৃষ্টির পানিতে তলিয়ে যায় ।

সময় মত স্লুইসগেটে পানি না নামানোর কারণে আমার সবজী ক্ষেত নষ্ট হয়ে যায়, এর কারনে মারাত্বক আর্থিক ক্ষতির স্বীকার হই। মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরণ জানান, আমার ইউনিয়নের বিভিন্ন এলাকা পানি বন্দী হয়ে পরে,স্লুইসগেট দিয়ে পানি নামতে বিলম্ব হচ্ছে।

অনেক মাছের ঘের তলিয়ে গেছে। অনেক সবজী চাষির ক্ষেত পানিতে তলিয়ে যায়। নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড নাসির উদ্দিন মাহমুদ জানান,এরকমের বৃষ্টি গত ১০ বছরেও হয়নি স্লুইসখাল গুলোর বিভিন্ন অংশে খাস জমি বন্দোবস্ত দেয়ায় সেই সব খালে বাড়ি ঘড় ওঠায় পানি ওঠা নামায় সংকট সৃষ্টি হয়েছে।

সবজী চাষিরা ক্ষতির স্বীকার হচ্ছেন অনেক মাছের ঘের তলিয়ে গেছে। উপজেলা কৃষিকর্মকর্তা আব্দুল মন্নান জানান,সবজী চাষিদের ক্ষতি হয়েছে আগাম বৃষ্টি হওয়ায় আউশ ফলনে ভাল হয়েছে। পানি বন্দী এলাকা গুলো বাধঁ কেটে দেয়া হচ্ছে।এ অভিযান চলমান রয়েছে।

দৈনিক বরিশাল ২৪

কলাপাড়ায় টানা বৃষ্টিতে পানিবন্দী মানুষ, ক্ষতির আশংকায় সবজী চাষিরা

শনিবার, জুন ২০, ২০২০ ৫:৪৫ অপরাহ্ণ

ইমন আল আহসান, পটুয়াখালী প্রতিনিধি: কলাপাড়ায় টানা ১২ দিন ধরে একটানা ভারী বৃষ্টির কারনে গোটা উপজেলা পানি বন্দী হয়ে পরেছে।বিভিন্ন সবজী ক্ষেত, মাছের ঘের ও মানুষের দৈনন্দিন কাজে ব্যাবহারের পুকুর ভেসে গেছে পানিতে। গবাদী প্রানী খাদ্য সহ নানা সংকটে পরেছে উপকূলীয় এলাকার মানুষ।

উপজেলার বন্যানিয়ন্ত্রণ বাধেঁ বাপাউবো কর্তৃক পানি ওঠানামা স্লুইসগেট গুলো কতিপয় প্রভাব শালীর দখলে থাকায় পানি নামানোর চেয়ে বেশি উৎসাহী জোয়ারের পানি ওঠাতে। এর কারণ জাল পেতে মাছ ধরা। স্লুইসগেট গুলোয় নিয়ন্ত্রণ না থাকায় পানি বন্দীর অন্যতম কারণ।

অভিরাম বৃষ্টির কারণে কুয়াকাটা,মহিপুর, আলীপুর,নীলগঞ্জ, মিঠাগঞ্জ, বালিয়াতলী, লালুয়া, ধুলাসার, টিয়াখালী, চম্পাপুর, চাকামইয়া, ডালবুগঞ্জ সহ গোটা উপজেলার সবজী চাষী দের উৎপাদিত সবজী ক্ষেত পানিতে তলিয়ে পচে যায়।

মাছের ঘের,অধিকাংশ পুকুর পাড় তলিয়ে মানুষের প্রচুর মাছ ভেসে গেছে। কোথাও কোথাও এই পানি নামতে গিয়ে আরও দুই চার দিন সময় লেগে যাবে। পুরো উপজেলায় এখন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ইতি মধ্যে চরম গো-খাদ্যের অভাব দেখা দিয়েছে।

স্লুইস খাল গুলোর বিভিন্ন অংশে অবৈধভাবে পানির গতীরোধ করে জাল পাতার কারণে পানি ওঠা নামায় চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। চলতি আমণ ফসলের চাষা-বাদ এই আষাঢ়েই শুরু হয়ে যাবে। এই মুহুর্তেই স্লুইসগেট গুলোর নিয়ন্ত্রণ কৃষকের হাতে না আসলে শুরুতেই বিজতলা পানি বন্দী হওয়ার আশংঙ্কা রয়েছে।

এবং আসন্ন অতি বৃষ্টির সময় পানি বন্দী হয়ে আমণ ফসলে আশানুরুপ ফলন নাও হতে পারে এমন আশংঙ্কা কৃষকের মাঝে। নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের সবজী চাষী ফারুক জানান, আমার দুই বিঘা জমিতে আগাম সবজী চাষ করি। হঠাৎ বৃষ্টির পানিতে তলিয়ে যায় ।

সময় মত স্লুইসগেটে পানি না নামানোর কারণে আমার সবজী ক্ষেত নষ্ট হয়ে যায়, এর কারনে মারাত্বক আর্থিক ক্ষতির স্বীকার হই। মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরণ জানান, আমার ইউনিয়নের বিভিন্ন এলাকা পানি বন্দী হয়ে পরে,স্লুইসগেট দিয়ে পানি নামতে বিলম্ব হচ্ছে।

অনেক মাছের ঘের তলিয়ে গেছে। অনেক সবজী চাষির ক্ষেত পানিতে তলিয়ে যায়। নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড নাসির উদ্দিন মাহমুদ জানান,এরকমের বৃষ্টি গত ১০ বছরেও হয়নি স্লুইসখাল গুলোর বিভিন্ন অংশে খাস জমি বন্দোবস্ত দেয়ায় সেই সব খালে বাড়ি ঘড় ওঠায় পানি ওঠা নামায় সংকট সৃষ্টি হয়েছে।

সবজী চাষিরা ক্ষতির স্বীকার হচ্ছেন অনেক মাছের ঘের তলিয়ে গেছে। উপজেলা কৃষিকর্মকর্তা আব্দুল মন্নান জানান,সবজী চাষিদের ক্ষতি হয়েছে আগাম বৃষ্টি হওয়ায় আউশ ফলনে ভাল হয়েছে। পানি বন্দী এলাকা গুলো বাধঁ কেটে দেয়া হচ্ছে।এ অভিযান চলমান রয়েছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত