হ্নীলাবাসীর বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন করবেন চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪হ্নীলাবাসীর বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন করবেন চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৫, ২০২০ ১২:৪৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

হ্নীলাবাসীর বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন করবেন চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি: এবার হ্নীলাবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ হবে টেকসই, কার্যকরী, মজবুত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের মধ্যদিয়ে। সামান্য বৃষ্টিতেই হ্নীলার ইউনিয়নের বিভিন্ন রাস্তায় জলবদ্ধতায় উপচে পড়ে। এতেই হ্নীলাবাসীর ভোগান্তির অন্ত নেই। আজ শনিবার(৪ঠা জুলাই ২০২০) সকাল (১০থেকে বিকেল ৫টা) পর্যন্ত হ্নীলা ষ্টেশনসহ হ্নীলার ইউনিয়নের আটটি স্পট পরিদর্শন করে অতিদ্রুত ড্রেনেজ ব্যবস্থা নির্মান করার আশ্বাস দিয়েছেন।

কক্সবাজার টেকনাফ উপজেলার ২নং হ্নীলার ইউনিয়নের একমাত্র কনিষ্ঠ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। ভোক্তভুগীদের মতে, অতীতের জন প্রতিনিধিরা বারবার ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস দিয়ে থাকলেও প্রতিশ্রুতি পালনে ব্যার্থ হয়েছেন। দীর্ঘদিন ধরে হ্নীলা ষ্টেশনের পুরাতন বাজারসহ হ্নীলা ইউনিয়নের বিভিন্ন এলাকার ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ হচ্ছে না।

আবার কোনো কোনো এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাও নেই। যে কারণে সামান্য বৃষ্টি হলেই হ্নীলার ফুলের ডেইল, লেচুয়া প্রাং, মুইন্নার জুমসহ পাহাড় বিধৌত রাস্তাগুলোতে সর্বত্রই পানি ও কাদা মাটির ভাগাড়ে পরিণত হয়। বলতে গেলে হ্নীলা ইউনিয়নের প্রায় রাস্তাতে ড্রেনেজ ব্যবস্থা না থাকাতেই রাস্তার দু‘পাশে বৃষ্টির পানি জমে থাকে দিনের পর দিন।

আধহাঁটুপানিতেই চলাচল করতে হয় ওইসব এলাকার মানুষকে। হ্নীলা পুরাতন বাজাররের রাস্তা ড্রেনেজ ব্যবস্থা সবচেয়ে অপ্রতুল। হালকা বৃষ্টি হলেই ড্রেন ভরে রাস্তায় জমে যায় পানি। দুর্গন্ধযুক্ত ও পচা পানিতেই চলতে হয়ে পুরান বাজার বাসীকে। একই অবস্থা হ্নীলার অন্যান্য এলাকারও। হ্নীলার ইউনিয়নের সর্ব কনিষ্ঠ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী গণমাধ্যমকে বলেন, নিয়ম অনুযায়ী বর্ষা মৌসুম শেষ হলে ড্রেনেজ ব্যবস্থা ক্লিনসহ উন্নয়ন কাজ করা হয়ে থাকে। কিন্তু অতীতের জনপ্রতিনিধিরা সিকিভাগ কাজ করলেও আজ আমাদেরকে এ কষ্টে পড়তে হতো না।

অতীতের জনপ্রতিধিরা বৃষ্টি নামলে বাড়ি থেকে বের হতো না। কিন্তু আমার প্রতিদিন গণমানুষের খোঁজ খবর নিতে হ্নীলা ষ্টেশনসহ পল্লীগায়ে যেতে হয়। আমাকে এসব রাস্তা দিয়েই হাটতে হয়। স্পষ্ট পরিদর্শনে গিয়ে এলাকার মুরব্বিদের সাথে মিশে যান তিনি। তাদেরকে বলেন, আমার বহুদিনের স্বপ্ন ছিল হ্নীলা ষ্টেশনের পুরাতন বাজারের রাস্তার দু’পাশে উন্নত টেকসই ড্রেনেজ ব্যবস্থাসহ পাহাড় বেষ্টিত রাস্তাগুলোর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, মেরামত করার।

মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আপনারা আমাকে জনপ্রতিনিধি বানিয়েছেন। আমি আপনাদের কষ্টগুলো সরেজমিনে দেখে যাচ্ছি। নিয়ত করেছি এবর্ষাকালেই রাস্তার জলবদ্ধতার দূরিকরণের ইচ্ছা করেছি। কাজগুলো অতি শীঘ্রই শুরু হবে ইনশাআল্লাহ বর্ষার শেষ হওয়ার আগেই সেরে উঠতে পারব বলে আশা রাখি। সকলের নিকট দু‘আ কামনা করছি।

দৈনিক বরিশাল ২৪

হ্নীলাবাসীর বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন করবেন চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী

রবিবার, জুলাই ৫, ২০২০ ১২:৪৮ পূর্বাহ্ণ

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি: এবার হ্নীলাবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ হবে টেকসই, কার্যকরী, মজবুত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের মধ্যদিয়ে। সামান্য বৃষ্টিতেই হ্নীলার ইউনিয়নের বিভিন্ন রাস্তায় জলবদ্ধতায় উপচে পড়ে। এতেই হ্নীলাবাসীর ভোগান্তির অন্ত নেই। আজ শনিবার(৪ঠা জুলাই ২০২০) সকাল (১০থেকে বিকেল ৫টা) পর্যন্ত হ্নীলা ষ্টেশনসহ হ্নীলার ইউনিয়নের আটটি স্পট পরিদর্শন করে অতিদ্রুত ড্রেনেজ ব্যবস্থা নির্মান করার আশ্বাস দিয়েছেন।

কক্সবাজার টেকনাফ উপজেলার ২নং হ্নীলার ইউনিয়নের একমাত্র কনিষ্ঠ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। ভোক্তভুগীদের মতে, অতীতের জন প্রতিনিধিরা বারবার ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস দিয়ে থাকলেও প্রতিশ্রুতি পালনে ব্যার্থ হয়েছেন। দীর্ঘদিন ধরে হ্নীলা ষ্টেশনের পুরাতন বাজারসহ হ্নীলা ইউনিয়নের বিভিন্ন এলাকার ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ হচ্ছে না।

আবার কোনো কোনো এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাও নেই। যে কারণে সামান্য বৃষ্টি হলেই হ্নীলার ফুলের ডেইল, লেচুয়া প্রাং, মুইন্নার জুমসহ পাহাড় বিধৌত রাস্তাগুলোতে সর্বত্রই পানি ও কাদা মাটির ভাগাড়ে পরিণত হয়। বলতে গেলে হ্নীলা ইউনিয়নের প্রায় রাস্তাতে ড্রেনেজ ব্যবস্থা না থাকাতেই রাস্তার দু‘পাশে বৃষ্টির পানি জমে থাকে দিনের পর দিন।

আধহাঁটুপানিতেই চলাচল করতে হয় ওইসব এলাকার মানুষকে। হ্নীলা পুরাতন বাজাররের রাস্তা ড্রেনেজ ব্যবস্থা সবচেয়ে অপ্রতুল। হালকা বৃষ্টি হলেই ড্রেন ভরে রাস্তায় জমে যায় পানি। দুর্গন্ধযুক্ত ও পচা পানিতেই চলতে হয়ে পুরান বাজার বাসীকে। একই অবস্থা হ্নীলার অন্যান্য এলাকারও। হ্নীলার ইউনিয়নের সর্ব কনিষ্ঠ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী গণমাধ্যমকে বলেন, নিয়ম অনুযায়ী বর্ষা মৌসুম শেষ হলে ড্রেনেজ ব্যবস্থা ক্লিনসহ উন্নয়ন কাজ করা হয়ে থাকে। কিন্তু অতীতের জনপ্রতিনিধিরা সিকিভাগ কাজ করলেও আজ আমাদেরকে এ কষ্টে পড়তে হতো না।

অতীতের জনপ্রতিধিরা বৃষ্টি নামলে বাড়ি থেকে বের হতো না। কিন্তু আমার প্রতিদিন গণমানুষের খোঁজ খবর নিতে হ্নীলা ষ্টেশনসহ পল্লীগায়ে যেতে হয়। আমাকে এসব রাস্তা দিয়েই হাটতে হয়। স্পষ্ট পরিদর্শনে গিয়ে এলাকার মুরব্বিদের সাথে মিশে যান তিনি। তাদেরকে বলেন, আমার বহুদিনের স্বপ্ন ছিল হ্নীলা ষ্টেশনের পুরাতন বাজারের রাস্তার দু’পাশে উন্নত টেকসই ড্রেনেজ ব্যবস্থাসহ পাহাড় বেষ্টিত রাস্তাগুলোর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, মেরামত করার।

মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আপনারা আমাকে জনপ্রতিনিধি বানিয়েছেন। আমি আপনাদের কষ্টগুলো সরেজমিনে দেখে যাচ্ছি। নিয়ত করেছি এবর্ষাকালেই রাস্তার জলবদ্ধতার দূরিকরণের ইচ্ছা করেছি। কাজগুলো অতি শীঘ্রই শুরু হবে ইনশাআল্লাহ বর্ষার শেষ হওয়ার আগেই সেরে উঠতে পারব বলে আশা রাখি। সকলের নিকট দু‘আ কামনা করছি।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত