বরিশালে করোনা পজেটিভ থেকে নেগেটিভ হওয়া সহ ২ রোগীর মৃত্যু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে করোনা পজেটিভ থেকে নেগেটিভ হওয়া সহ ২ রোগীর মৃত্যু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৫, ২০২০ ৩:৪০ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে করোনা পজেটিভ থেকে নেগেটিভ হওয়া সহ ২ রোগীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি: বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা পজেটিভ এবং পজেটিভ থেকে নেগেটিভ হওয়া ‍পৃথক ২ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শনিবার(০৪ জুলাই) সকালসাড়ে ৫ টায় হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে এই দুইরোগীর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানাগেছে, শনিবার (০৪ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা অরুন কুমারের ছেলে সুনিলকুমার (৫০) শেবাচিম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকরেন। এরআগে তিনি গত৫ জুন বেলা ১২ টায় উপসর্গ নিয়ে হাসপাতালের করোনাওয়ার্ডে ভর্তি হন।

পরবর্তীতে নমুনা পরীক্ষা করে ১৩ জুন তার করোনা পজেটিভ পাওয়াযায় এবং চিকিৎসা সেবা প্রদান শেষে গত ২৬ জুন দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করলেনেগেটিভ আসে। তবে শারিরীক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয় এবংসেখানেই তার মৃত্যু হয়।

অপরদিকে সকাল সাড়ে ৫ টায় পিরোজপুর সদরের সেনাখালীএলাকার নূর মোহাম্মদের ছেলে সফিকুল ইসলাম (৫০) শেবাচিম হাসপাতালেরআইসিইউতে মৃত্যুবরণ করেন। এরআগে ২৮ জুন বেলা ১২ টায় নি করোনার উপসর্গনিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন।

পরবর্তীতে নমুনা পরীক্ষা করে ১৩ জুন তারকরোনা পজেটিভ পাওয়া যায় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ বাকিরহোসেন। উলে­খ্য এ পর্যন্ত বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওআইসোলশন ওয়ার্ডে মোট ১০৯ জন রোগীর মৃত্যু হয়েছে। যারমধ্যে পজেটিভ ৩৮ জন।

এদিকে বৃহষ্পতিবার নতুন শনাক্ত হওয়া ৫৬ জনসহ বরিশাল জেলায় এ পর্যন্ত ১ হাজার৬৫৭ জনের করোনাশনাক্ত হয়েছে। যারমধ্যে সর্বোশেষ ১২ জনসহ ৪৩৫ জন রোগী সুস্থহয়েছেন এবং ২৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে করোনা পজেটিভ থেকে নেগেটিভ হওয়া সহ ২ রোগীর মৃত্যু

রবিবার, জুলাই ৫, ২০২০ ৩:৪০ পূর্বাহ্ণ

বিশেষ প্রতিনিধি: বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা পজেটিভ এবং পজেটিভ থেকে নেগেটিভ হওয়া ‍পৃথক ২ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শনিবার(০৪ জুলাই) সকালসাড়ে ৫ টায় হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে এই দুইরোগীর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানাগেছে, শনিবার (০৪ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা অরুন কুমারের ছেলে সুনিলকুমার (৫০) শেবাচিম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকরেন। এরআগে তিনি গত৫ জুন বেলা ১২ টায় উপসর্গ নিয়ে হাসপাতালের করোনাওয়ার্ডে ভর্তি হন।

পরবর্তীতে নমুনা পরীক্ষা করে ১৩ জুন তার করোনা পজেটিভ পাওয়াযায় এবং চিকিৎসা সেবা প্রদান শেষে গত ২৬ জুন দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করলেনেগেটিভ আসে। তবে শারিরীক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয় এবংসেখানেই তার মৃত্যু হয়।

অপরদিকে সকাল সাড়ে ৫ টায় পিরোজপুর সদরের সেনাখালীএলাকার নূর মোহাম্মদের ছেলে সফিকুল ইসলাম (৫০) শেবাচিম হাসপাতালেরআইসিইউতে মৃত্যুবরণ করেন। এরআগে ২৮ জুন বেলা ১২ টায় নি করোনার উপসর্গনিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন।

পরবর্তীতে নমুনা পরীক্ষা করে ১৩ জুন তারকরোনা পজেটিভ পাওয়া যায় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ বাকিরহোসেন। উলে­খ্য এ পর্যন্ত বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওআইসোলশন ওয়ার্ডে মোট ১০৯ জন রোগীর মৃত্যু হয়েছে। যারমধ্যে পজেটিভ ৩৮ জন।

এদিকে বৃহষ্পতিবার নতুন শনাক্ত হওয়া ৫৬ জনসহ বরিশাল জেলায় এ পর্যন্ত ১ হাজার৬৫৭ জনের করোনাশনাক্ত হয়েছে। যারমধ্যে সর্বোশেষ ১২ জনসহ ৪৩৫ জন রোগী সুস্থহয়েছেন এবং ২৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ