বরগুনার তালতলীতে কৃষি অফিসারের হাত ধরে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য  - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরগুনার তালতলীতে কৃষি অফিসারের হাত ধরে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য  - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৯, ২০২০ ১২:১৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরগুনার তালতলীতে কৃষি অফিসারের হাত ধরে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য 

মংচিন থান, তালতলী(বরগুনা )প্রতিনিধি: বরগুনার তালতলীর গ্রাম জুড়ে এখন সবুজের সমারোহ, এ যেন বদলে যাওয়া এক তালতলী। যেখানে বছরে একটা ফসল ফলিয়ে তুলতে কৃষকদের কষ্ট হতো, এখন তারা বছরে তিনটি ফসল চাষাবাদ নিয়ে আশাবাদী।
নিশানবাড়িয়া ইউনিয়নের আউশে ভরা ফসলের মাঠে কৃষকের স্বস্তির নিঃশ্বাস। উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুর রহমানের হাত ধরে বদলে যাচ্ছে কৃষকদের ভাগ্য। ফুটছে কৃষকদের মুখে হাসি।
নিশানবাড়িয়া ইউনিয়নের বড়ইতলা গ্রামের কৃষক আফজাল হাওলাদার, বলেন আগে মোগো ক্ষ্যাতে (জমিতে) একফির (একবার) ধান অইতে (হতো)। কিন্তু এবার কৃষি অফিসারের দিক নির্দেশনায় ও আল্লাহর ইচ্ছায়, বছরে তিন ফির (বার) ফসল ফলাইতে পারমু, মোগো জমি আর খাইল্যা (খালী) থাকবেনা।
বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া গ্রামের সবজি চাষি শাহাদাত হোসেন বলেন, আগে বছরে একবার সবজি চাষ করতাম। এবার উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান  সরেজমিনে এসে,
আমাদের পরামর্শ ও দিয়ে বারোমাস সবজি চাষে উদ্বুদ্ধ করছে। আশা করছি আমাদের এখানে ১শত ২৫ একর জমিতে বছরে সবজি চাষে খরচ বাদে দের কোটি টাকার উপরে আয় করতে পারবো। আমারা কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা কৃষি অফিসারের প্রতি সঠিক পরামর্শ দেওয়ার জন্য।
কেমন করে এলাকার এক ফসলি জমিকে,
তিন ফসলি করছেন? এমন প্রশ্নে কৃষি অফিসার আরিফুর রহমান জানান, করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে যখন মন্দা তখনি কৃষক বান্ধব সরকারের নির্দেশে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে সারাদেশের মত তালতলী উপজেলার কৃষি সম্প্রসারণ বিভাগও কৃষকদের নিয়ে উঠান বৈঠক করে।
ভবিষ্যতের দুর্ভিক্ষ মোকাবেলায় কার্যকরী সকল পদক্ষেপ গ্রহণ করি। যেমন গ্রামে গ্রামে কৃষক গ্রুপ তৈরি করে সমস্যা মোকাবেলা ও সমন্বিত চাষাবাদের ব্যবস্থা করা। বিনা মূল্যে কৃষকদের বিভিন্ন সবজির বীজ, ফেসমাস্ক এবং হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ ও কমিটি গঠন করে উপ-সহকারী কৃষি অফিসারদের নিয়ে সার্বক্ষণিক কৃষকের পাশে থাকা নিশ্চিত করা। লবণাক্ত সহনশীল বিভিন্ন ফসলের আধুনিক জাতের সম্প্রসারণ, সরকারের কৃষি প্রণোদনা ও বীজ সহায়তার বীজের সঠিক বাস্তবায়ন এবং ডিলারদের নিকট পর্যাপ্ত বীজ থাকা ও সঠিক মূল্যে বিক্রি নিশ্চিত করণ।
নিচু ও অধিক লবণাক্ত এলাকায় সর্জন পদ্ধতিতে (কান্দি তৈরি) উচ্চ মূল্যের সবজি চাষ ও ফল বাগান করে চাষের আওতায় নিয়ে আসা। সেচ সমস্যা সমাধানে দ্রুত সময়ে কয়েকটি এলাকায় দলভুক্ত কৃষকদের জন্য বারিড পাইপ বসিয়ে সেচের ব্যবস্থা করা। টেকসই নিরাপদ কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে সম্যক প্রশিক্ষণ প্রদান। কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে খরচ কমানো এবং শ্রমিক সংকট সমস্যার সমাধান করা।
এ সকল কার্যক্রমের কারণে আজকে অনাবাদি জমিতে দেখা যাচ্ছে লবণাক্ত সহনশীল উফশি জাতের আউশ ধানে ভর্তি। বাড়ির আঙিনায় সবজি পুষ্টি বাগান । একদিন কেটে যাবে করোনা ভাইরাসের এই দুর্দিন, আসবে ফিরে সোনালী ফসলে মাঠ ভরা শুভদিন। এ উপজেলার কৃষকরা সারাজীবন মনে রাখবে কৃষক বান্ধব এ সরকারের কথা।
দৈনিক বরিশাল ২৪

বরগুনার তালতলীতে কৃষি অফিসারের হাত ধরে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য 

বুধবার, জুলাই ২৯, ২০২০ ১২:১৪ পূর্বাহ্ণ
মংচিন থান, তালতলী(বরগুনা )প্রতিনিধি: বরগুনার তালতলীর গ্রাম জুড়ে এখন সবুজের সমারোহ, এ যেন বদলে যাওয়া এক তালতলী। যেখানে বছরে একটা ফসল ফলিয়ে তুলতে কৃষকদের কষ্ট হতো, এখন তারা বছরে তিনটি ফসল চাষাবাদ নিয়ে আশাবাদী।
নিশানবাড়িয়া ইউনিয়নের আউশে ভরা ফসলের মাঠে কৃষকের স্বস্তির নিঃশ্বাস। উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুর রহমানের হাত ধরে বদলে যাচ্ছে কৃষকদের ভাগ্য। ফুটছে কৃষকদের মুখে হাসি।
নিশানবাড়িয়া ইউনিয়নের বড়ইতলা গ্রামের কৃষক আফজাল হাওলাদার, বলেন আগে মোগো ক্ষ্যাতে (জমিতে) একফির (একবার) ধান অইতে (হতো)। কিন্তু এবার কৃষি অফিসারের দিক নির্দেশনায় ও আল্লাহর ইচ্ছায়, বছরে তিন ফির (বার) ফসল ফলাইতে পারমু, মোগো জমি আর খাইল্যা (খালী) থাকবেনা।
বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া গ্রামের সবজি চাষি শাহাদাত হোসেন বলেন, আগে বছরে একবার সবজি চাষ করতাম। এবার উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান  সরেজমিনে এসে,
আমাদের পরামর্শ ও দিয়ে বারোমাস সবজি চাষে উদ্বুদ্ধ করছে। আশা করছি আমাদের এখানে ১শত ২৫ একর জমিতে বছরে সবজি চাষে খরচ বাদে দের কোটি টাকার উপরে আয় করতে পারবো। আমারা কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা কৃষি অফিসারের প্রতি সঠিক পরামর্শ দেওয়ার জন্য।
কেমন করে এলাকার এক ফসলি জমিকে,
তিন ফসলি করছেন? এমন প্রশ্নে কৃষি অফিসার আরিফুর রহমান জানান, করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে যখন মন্দা তখনি কৃষক বান্ধব সরকারের নির্দেশে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে সারাদেশের মত তালতলী উপজেলার কৃষি সম্প্রসারণ বিভাগও কৃষকদের নিয়ে উঠান বৈঠক করে।
ভবিষ্যতের দুর্ভিক্ষ মোকাবেলায় কার্যকরী সকল পদক্ষেপ গ্রহণ করি। যেমন গ্রামে গ্রামে কৃষক গ্রুপ তৈরি করে সমস্যা মোকাবেলা ও সমন্বিত চাষাবাদের ব্যবস্থা করা। বিনা মূল্যে কৃষকদের বিভিন্ন সবজির বীজ, ফেসমাস্ক এবং হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ ও কমিটি গঠন করে উপ-সহকারী কৃষি অফিসারদের নিয়ে সার্বক্ষণিক কৃষকের পাশে থাকা নিশ্চিত করা। লবণাক্ত সহনশীল বিভিন্ন ফসলের আধুনিক জাতের সম্প্রসারণ, সরকারের কৃষি প্রণোদনা ও বীজ সহায়তার বীজের সঠিক বাস্তবায়ন এবং ডিলারদের নিকট পর্যাপ্ত বীজ থাকা ও সঠিক মূল্যে বিক্রি নিশ্চিত করণ।
নিচু ও অধিক লবণাক্ত এলাকায় সর্জন পদ্ধতিতে (কান্দি তৈরি) উচ্চ মূল্যের সবজি চাষ ও ফল বাগান করে চাষের আওতায় নিয়ে আসা। সেচ সমস্যা সমাধানে দ্রুত সময়ে কয়েকটি এলাকায় দলভুক্ত কৃষকদের জন্য বারিড পাইপ বসিয়ে সেচের ব্যবস্থা করা। টেকসই নিরাপদ কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে সম্যক প্রশিক্ষণ প্রদান। কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে খরচ কমানো এবং শ্রমিক সংকট সমস্যার সমাধান করা।
এ সকল কার্যক্রমের কারণে আজকে অনাবাদি জমিতে দেখা যাচ্ছে লবণাক্ত সহনশীল উফশি জাতের আউশ ধানে ভর্তি। বাড়ির আঙিনায় সবজি পুষ্টি বাগান । একদিন কেটে যাবে করোনা ভাইরাসের এই দুর্দিন, আসবে ফিরে সোনালী ফসলে মাঠ ভরা শুভদিন। এ উপজেলার কৃষকরা সারাজীবন মনে রাখবে কৃষক বান্ধব এ সরকারের কথা।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ