সৈয়দপুরে জনপ্রিয় হয়ে উঠছে সরবারহ করা বাড়ির তৈরি খাবার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সৈয়দপুরে জনপ্রিয় হয়ে উঠছে সরবারহ করা বাড়ির তৈরি খাবার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৯, ২০২০ ১২:০৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

সৈয়দপুরে জনপ্রিয় হয়ে উঠছে সরবারহ করা বাড়ির তৈরি খাবার

সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে বাড়ির তৈরি করা খাবার সরবরাহ করা বেস কয়টি ফেসবুক পেইজের কার্যক্রম। আজ বলছি জিয়াস খানাপিনা’র কথা। জিয়াস খানাপিনা ফেসবুক পেজ ইতিমধ্যে অন্যন্যাদের মতো ঘরের তৈরি খাবার ফ্রি হোম ডেলিভারি দিয়ে ব্যাপক সাড়া ফেলেছে সৈয়দপুরে। প্রতিদিনের মেনু নিজ নিজ পেজে প্রচার করে নির্দিষ্ট সময়ে অর্ডার নিয়ে তা পৌছে দিচ্ছে ক্রেতাদের সঠিক ঠিকানায়।
‘সৈয়দপুর ফুডবাজ’ ফেসবুক গ্রুপে প্রতিনিয়ত তাদের খাবারের প্রশংসা করে রিভিউ দিতে দেখা যায় অর্ডার করা ব্যক্তি গুলোকে।খুব অল্প দিনে যাত্রা শুরু করা গ্রুপটি খাবার প্রিয় মানুষদের কাছে বেস গ্রহনযোগ্যতা পেয়েছে।ছোট থেকে বড় সব ধরনের রেস্টুরেন্ট তাদের প্রচার-প্রচারনা করে থাকে এই গ্রুপটিতে।
 জিয়াস খানাপিনার  খাবার তালিকার মধ্যে  দইবড়া, ফিরনি,ডাল পুড়ি জনপ্রিয় হয়ে উঠেছে অনেকের কাছে। বিকালের নাস্তা যে কেউ চাইলে মেনু দেখে ইচ্ছে মতো তাদের পেজের ইনবক্সে অর্ডার করতে পারবে নির্দিষ্ট সময় ৩টার পূর্বে। এখানে নির্দিষ্ট ঠিকানায় বিনামূল্যে হোম ডেলিভারি পেয়ে অর্ডারের টাকা পরিশোধ  করার সুবিধা রয়েছে ক্রেতাদের। এই পদ্ধতি ও তাদের খাবারের মান দেখে এখন সকলে নিজেদের প্রিয় খাবারগুলো ফেসবুকের মাধ্যমেই অর্ডার করছে। এতে যেমন সময় বাচছে তেমনি ঘরের তৈরি খাবার পাচ্ছে এখানকার মানুষ।
 জিয়াস খানাপিনার বিকালের নাস্তায় থাকে ফিরনি, চিকেন ফ্রাই,ডাল পুরি,দইবড়া,ফিরনি,মিস্টি খাস্তা, নতুন সংযোগ স্যান্ডউইচ ইত্যাদি । তবে সৈয়দপুরে ব্যাপক আলোচিত রয়েছে তাদের দইবড়া,ফিরনি ও ডাল পুড়ি মাঝে মধ্যে শুনা যায় চিকেন ফ্রাইয়ের কথাও।
তাদের নিয়মিত ক্রেতা ফায়সাল আনসারী জানান, জিয়াস খানাপিনার ফিরনি,ডাল পুড়ি ও খাস্তা আমার কাছে অনেক ভালো লেগেছে।
আরেক ক্রেতা কুরবান আলী জানান, তাদের কাছে একবার দইবড়া অর্ডার করেছিলাম আমার কাছের সেরা মনে হয়েছে।
রাকিব হাসান বলেছিলেন ,তাদের সব খাবার ভালই লাগে তবে নতুন সংযোগ স্যান্ডউইচ টা আমার কাছে ভালো লাগেনি সেটা অভিযোগও করেছিলাম। তারা আমার অভিযোগকে গুরুত্বসহকারে নিয়ে পরবর্তীতে স্যান্ডউইচ টা আগের চেয়ে বেটার করেছে।
এভাবেই প্রতিদিন খাবারের প্রশংসা হতে দেখা যায় বিভিন্ন ফুডগ্রুপ ও তাদের নিজস্ব গ্রুপে।
দৈনিক বরিশাল ২৪

সৈয়দপুরে জনপ্রিয় হয়ে উঠছে সরবারহ করা বাড়ির তৈরি খাবার

রবিবার, আগস্ট ৯, ২০২০ ১২:০৪ পূর্বাহ্ণ
সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে বাড়ির তৈরি করা খাবার সরবরাহ করা বেস কয়টি ফেসবুক পেইজের কার্যক্রম। আজ বলছি জিয়াস খানাপিনা’র কথা। জিয়াস খানাপিনা ফেসবুক পেজ ইতিমধ্যে অন্যন্যাদের মতো ঘরের তৈরি খাবার ফ্রি হোম ডেলিভারি দিয়ে ব্যাপক সাড়া ফেলেছে সৈয়দপুরে। প্রতিদিনের মেনু নিজ নিজ পেজে প্রচার করে নির্দিষ্ট সময়ে অর্ডার নিয়ে তা পৌছে দিচ্ছে ক্রেতাদের সঠিক ঠিকানায়।
‘সৈয়দপুর ফুডবাজ’ ফেসবুক গ্রুপে প্রতিনিয়ত তাদের খাবারের প্রশংসা করে রিভিউ দিতে দেখা যায় অর্ডার করা ব্যক্তি গুলোকে।খুব অল্প দিনে যাত্রা শুরু করা গ্রুপটি খাবার প্রিয় মানুষদের কাছে বেস গ্রহনযোগ্যতা পেয়েছে।ছোট থেকে বড় সব ধরনের রেস্টুরেন্ট তাদের প্রচার-প্রচারনা করে থাকে এই গ্রুপটিতে।
 জিয়াস খানাপিনার  খাবার তালিকার মধ্যে  দইবড়া, ফিরনি,ডাল পুড়ি জনপ্রিয় হয়ে উঠেছে অনেকের কাছে। বিকালের নাস্তা যে কেউ চাইলে মেনু দেখে ইচ্ছে মতো তাদের পেজের ইনবক্সে অর্ডার করতে পারবে নির্দিষ্ট সময় ৩টার পূর্বে। এখানে নির্দিষ্ট ঠিকানায় বিনামূল্যে হোম ডেলিভারি পেয়ে অর্ডারের টাকা পরিশোধ  করার সুবিধা রয়েছে ক্রেতাদের। এই পদ্ধতি ও তাদের খাবারের মান দেখে এখন সকলে নিজেদের প্রিয় খাবারগুলো ফেসবুকের মাধ্যমেই অর্ডার করছে। এতে যেমন সময় বাচছে তেমনি ঘরের তৈরি খাবার পাচ্ছে এখানকার মানুষ।
 জিয়াস খানাপিনার বিকালের নাস্তায় থাকে ফিরনি, চিকেন ফ্রাই,ডাল পুরি,দইবড়া,ফিরনি,মিস্টি খাস্তা, নতুন সংযোগ স্যান্ডউইচ ইত্যাদি । তবে সৈয়দপুরে ব্যাপক আলোচিত রয়েছে তাদের দইবড়া,ফিরনি ও ডাল পুড়ি মাঝে মধ্যে শুনা যায় চিকেন ফ্রাইয়ের কথাও।
তাদের নিয়মিত ক্রেতা ফায়সাল আনসারী জানান, জিয়াস খানাপিনার ফিরনি,ডাল পুড়ি ও খাস্তা আমার কাছে অনেক ভালো লেগেছে।
আরেক ক্রেতা কুরবান আলী জানান, তাদের কাছে একবার দইবড়া অর্ডার করেছিলাম আমার কাছের সেরা মনে হয়েছে।
রাকিব হাসান বলেছিলেন ,তাদের সব খাবার ভালই লাগে তবে নতুন সংযোগ স্যান্ডউইচ টা আমার কাছে ভালো লাগেনি সেটা অভিযোগও করেছিলাম। তারা আমার অভিযোগকে গুরুত্বসহকারে নিয়ে পরবর্তীতে স্যান্ডউইচ টা আগের চেয়ে বেটার করেছে।
এভাবেই প্রতিদিন খাবারের প্রশংসা হতে দেখা যায় বিভিন্ন ফুডগ্রুপ ও তাদের নিজস্ব গ্রুপে।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত